ব্যবহারকারী:মুস্তাকিম বিল্লাহ্ তানজিম/স্যাক্রেড এন্ড প্রোফেন লাভ

স্যাক্রেড এন্ড প্রোফেন লাভ, ১৫১৪ (Sacred and Profane Love,1514): ১৫১৪ সালে ১১৮ সে.মি. উচ্চতা ও ২৭৯ সে.মি. প্রশস্ততাবিশিষ্ট তিশিয়ানের এই চিত্রকর্মটি তেলরঙে করা। এর কম্পোজিশনে মাঝখানে একটি চৌবাচ্চাকে কেন্দ্র করে তিনটি ফিগার রয়েছে। চৌবাচ্চার বাম পাশে পোশাক পরিহিত নারী ফিগার, মাঝে চৌবাচ্চা ভেতর হাত দিয়ে কিছু দেখার চেষ্টারত শিশুরূপে দেবদূত, চৌবাচ্চার ডানে নগ্ন ফিগার। বলা হয়ে থাকে বাম পাশের পোশাক পরিহিত ফিগারটি পার্থিব ভালোবাসা বা ভেনাসের পার্থিব রূপ। আর নগ্ন ফিগারটি স্বর্গীয় ভালোবাসা বা ভেনাসের স্বর্গীয় রূপ। আর চৌবাচ্চাকে জীবনের প্রতীকরূপে দেখানো হয়েছে। দক্ষতার সাথে রঙ ব্যবহারে ফিগারগুলোর রক্ত-মাংসের উজ্জ্বলতা ও সজীবতা তুলে ধরেছেন। ফিগারগুলোর পেছনের ল্যান্ডস্ক্যাপে আলোছায়ার অনবদ্য ব্যাবহার এবং সম্পূর্ণ বিপরীত দু'পাশে দুর্গ ও চার্চের অবস্থান তুলে ধরে ফিগার দুটোর অন্তর্নিহিত বিষয়ভিত্তিক কন্ট্রাস্টকে আরও নান্দনিক করে তুলেছেন। রঙের ব্যাবহারে আলোছায়ার খেলায় পেছনের নৈসর্গিক দৃশ্য পেয়েছে কাব্যিক সৌন্দর্য।