ব্যবহারকারী:নীল ডায়েরি/জনসংখ্যা ( Population)

ভূমিকা (Introduction)

জনসংখ্যা ভূগোল এর কেন্দ্রীয় বিষয় হলো মানুষ,দেশ, এবং মানুষের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। মানবীয় ভূগোলের অন্যতম বিষয় নতুন ভাবে ব্যাখ্যা করে এই জনসংখ্যা ভূগোল বিষয়ক রীতি নীতি। বিভিন্ন জনসংখ্যাবিদ্ বা ভূগোলের জনবিদ্ বা অন্যান্যরাও বিভিন্নভাবে আলোচনা করেছেন জনসংখ্যা নিয়ে। তাই বিভিন্ন জনবিদগণের মতামতও ভিন্ন প্রকৃতির। একটি মতবাদ যেমন আরেকটি মতবাদকে সমালোচনা করে গড়ে ওঠে তেমনি, একটি মতবাদের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে আর একটি নতুন জননীতি মতবাদ সৃষ্টি হয়ে থাকে এ কথা আমাদের মানতেই হবে। এই জন্যেই জনসংখ্যার ভিতর বিভিন্ন মতবাদ লক্ষ্য করা যায়


[[১]]