দ্বিতীয় ভারত-চীন সংঘর্ষ

নাথুলা এবং চৌলা সংঘর্ষ যা দ্বিতীয় ভারত-চীন যুদ্ধ নামে সমধিক পরিচিত । এটি ছিল হিমালয়ের সিকিমের ভারত ও চীনের মধ্যে চলা সংঘর্ষ ।

নাথুলা সংঘর্ষ শুরু হয় ১১ ই সেপ্টেম্বর ,১৯৬৭ তে, সেদিন পিপলস্ লিবারেশন আর্মি (পিএলএ) নাথুলাতে ভারতীয় অংশে আক্রমণ শুরু করে। এই সংঘর্ষ ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। ১৯৬৭ সালেরই অক্টোবরে চৌলাতে অন্য একটা সংঘর্ষের সূত্রপাত ঘটে যার ঐদিনেই অবসান ঘটে।

ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধে সুবিধা পায় এবং যুদ্ধে জয়লাভ করে।[1][2][3] অনেক পিএলএ ক্যাম্প ধ্বংসপ্রাপ্ত হয় [7] এবং ভারতীয় সেনাবাহিনী চীনা সেনাবাহিনীকে ফিরে যেতে বাধ্য করে।[1]

এই সংঘর্ষের কারণ ছিল চুম্বি উপত্যকার বিতর্কিত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে । পর্যবেক্ষকদের মতে এই সংঘর্ষের মাধ্যমে চীনের আগ্রাসী শক্তির ভারতের সম্মুখে মাথা নত করার আভাস পাওয়া যায় । এর ফলে ভারত ১৯৬২ তে সংঘটিত প্রথম ভারত-চীন যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ কার্যকর করে ।

তথ্যসূত্র 1. Brahma Chellaney (2006).Asian Juggernaut: The Rise of China, India, and Japan.HarperCollins. p. 195.ISBN 9788172236502. Indeed, Beijing's acknowledgement of Indian control over Sikkim seems limited to the purpose of facilitating trade through the vertiginous Nathu-la Pass, the scene of bloody artillery duels in September 1967 when Indian troops beat back attacking Chinese forces. 2. Van Praagh, David (2003).Greater Game: India's Race with Destiny and China. McGill-Queen's Press - MQUP. p. 301.ISBN 9780773525887. (Indian)jawans trained and equipped for high-altitude combat used US provided artillery, deployed on higher ground than that of their adversaries, to decisive tactical advantage at Nathu La and Cho La near the Sikkim-Tibet border. 3.Hoontrakul, Pongsak (2014).The Global Rise of Asian Transformation: Trends and Developments in Economic Growth Dynamics (illustrated ed.). Palgrave Macmillan. p. 37.ISBN 9781137412355. Cho La incident (1967) - Victorious: India / Defeated : China 4.Sheru Thapliyal (Retired Major General of the Indian Army, who commanded the Nathu La Brigade.). "The Nathu La skirmish: when Chinese were given a bloody nose". www.claws.in. Force Magazine (2009). Retrieved29 May 2017. 5.People, India Parliament House of the; Sabha, India Parliament Lok (1967). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. pp. 51–. 6.Chapter 2: THE PERIOD OF STALEMATE (1963-1975); p 55,Shodhganga. 7. Fravel, M. Taylor (2008). Strong Borders, Secure Nation: Cooperation and Conflict in China's Territorial Disputes. Princeton University Press. pp. 197–199. ISBN 978-1400828876.