ব্যবহারকারী:আসাদ লিমন/শৌখিন বেতার

অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও পরিচালনা করা মূলত একটি শখ। শখের বিষয় হলেও জ্ঞানর্জনের সুযোগ আছে। এটি একটি বিজ্ঞানমনস্ক শখ বিধায় ইলেকট্রোনিক্সসহ বেতার তরঙ্গ নিয়ে প্রচুর অধ্যায়নের সুযোগ মেলে।

অ্যামেচার রেডিও অপারেটদের নিজস্ব স্বতন্ত্র কল সাইন রয়েছে। এই কল সাইন থাকাটা সম্মানেরও বৈকি! এদের মুক্তভাবে রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের বৈধভাবে গবেষণার সুযোগ আছে।

দেশ ও বিদেশের অ্যামেচার রেডিও অপারেটরদের সুবিশাল হ্যাম নেটওয়ার্ক রয়েছে। ফলে যেকোনো দুর্যোগের সময় এসব অপারেটররা একে অন্যকে সহযোগিতা করেন। বিদেশে হ্যামগণ ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করে থাকেন। নোয়া ওয়েদার স্টেশন থেকে প্রাপ্ত তথ্যাদী দেশব্যাপী প্রচার করেন।

বিদেশে হ্যামদের নিয়ে নিয়মিত ডিএক্সিং হয়, হ্যামফেস্ট ও হ্যামভেনশন হয়। এছাড়াও হ্যামরা ফিল্ড ডে ও ফক্স হান্টিং করেন। এদেশেও এই চর্চাটা শুরু হয়েছে। দেশের হ্যামরা দুর্যোগের সময় নিজেদের প্রস্তুত রাখতে নিয়মিত মহড়া দেন। স্কাউটদের জোটাতে সহযোগিতা করেন। এতে করে হ্যামদের মধ্যে কিউএসএল কার্ড আদান-প্রদান হয়।

আপনি জানলে অবাক হবেন, মহাকাশচারীরা সবাই হ্যাম। তাই পৃথিবী থেকে হ্যাম রেডিওর মাধ্যমে মহাকাশচারীরে সঙ্গে রেডিও দিয়ে বিনাখরচে কথা বলার সুযোগ রয়েছে।

হ্যামরা চাঁদের পিঠ থেকে প্রতিফলিত হয়ে আসা রেডিও ওয়েভ নিয়ে গবেষণা করে থাকেন। কেউ কেউ অ্যামেচার ফ্রিকোয়েন্সি মনিটর করে সরকারকে সহায়তা করেন। এ ছাড়াও যেকোনো দুর্যোগে কুইক রেসপন্স টিমের সঙ্গে যৌথভাবে কাজ করেন।

অভিজ্ঞ হ্যামগণ নিজ হাতে হোমব্রিউ শক্তিশালী অ্যান্টেনা, ট্রান্সমিটার ও রিসিভার বানান। হ্যামদের জন্যই কেবল আলাদা স্যাটেলাইট (অস্কার, অ্যামস্যাট) ও বিদেশে টেলিভিশন (স্লো/ফাস্ট স্ক্যান টিভি) স্টেশন আছে। যা হ্যাম চর্চায় সহায়ক।

হ্যামগণ শুধু তাদের গবেষণার জন্যই কিউবস্যাটের মতো ছোট ছোট মাইক্রো স্যাটেলাইট মহাশূন্যে ভাসিয়ে থাকেন। আমাদের দেশে কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্ররাও এমন একটি কিউবস্যাট জাপানের সহযোগিতায় মহাকাশে উৎক্ষেপণ করেছেন। বিদেশে এ বিষয়ে আগ্রহী লোকজন আত্মীয়স্বজন এবং ঘনিষ্ট বন্ধুবান্ধবসহ সবাইকে নিয়ে একসঙ্গে পরীক্ষা দিয়ে গ্রুপসহ অ্যামেচার রেডিও লাইসেন্স নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে থাকেন। আর এই কথাবার্তা বলার জন্য মোবাইল ফোনের মতো কোন কলচার্জ নেই, সম্পূর্র্ণ বিনা পয়সায় আপনি সারা দিন কথা বলতে পারবেন।

মজার ব্যাপার হলো বিদেশি স্কুবা ডাইভার, নাবিক, প্লেনের পাইলট ও মহাশূন্যচারীগণও অ্যামেচার রেডিও অপারেটর হয়ে থাকেন। বিদেশে চাকরি বিশেষ করে জাতিসংঘের চাকরিতে হ্যামরা বাড়তি সুবিধা পান।