ব্যবহারকারী:আশরাফুল আনাম/খেলাঘর

নেপাল ভ্রমণ (কাঠমান্ডু-পোখরা) ৮ অক্টোবর -১৩ অক্টোবর ২০১৯ Nepal Tour

সম্পাদনা

আশরাফুল আনাম,

সম্পাদনা

১ম দিন(৮,২০১৯)

এবার আমার নেপাল ভ্রমণের সঙ্গী পাঁচ জন,গোলাম ফারুক,মির্জা, রিয়াজুল, মোফাজ্জল ভাই ও আমি।সকাল ৮টায় বাসা থেকে রওনা দিয়ে দুপুর ১.০০টা বাংলাবান্দা ইমিগ্রেশনে।দুই দেশের ইমিগ্রেশনের কাজ সেরে একটা গাড়ী ভাড়া (১২০০) করি পানির ট্যাংকি বর্ডার রানীগন্জ ইমিগ্রেশন। ইমিগ্রেশনের যাওয়ার আগে দুুুপুর খাবার খেয়ে নিই (১২০) ইন্ডিয়ান রুপি।এরপর ইমিগ্রেশন কাজ সেরে নেপালের কাঁকরভিটার উদ্দেশ্যে রওনা দিই।ইমিগ্রেশনে অন এ্যারাইভেল ভিসার জন্য জন প্রতি ১০০০ রুপি করে দিতে হয়। কাজ সারতে বিকেল হয়। ইমিগ্রেশন থেকে বাহির হওয়ার সময় নেপালগামী একটা বাস পেলাম কিন্তু বাসে যাওয়াতে কেউ রাজি না থাকায় কাঁকরভিটায় বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে খোঁজ করতে লাগলাম। দূর্গাপূজার সময় হওয়াতে দু'একটা ছাড়া প্রায় সব এজেন্সি বন্ধ ছিল। অনেক যাচাই -বাছাই করার পর ১০০০০ নেপালি রুপিতে একটা টাটা সমু জীপগাড়ী ভাড়া করি।