ব্কা'-গ্দাম্স-গ্সার-পা

উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা

ব্কা'-গ্দাম্স-গ্সার-পা (তিব্বতি: བཀའ་གདམས་གསར་པওয়াইলি: bka' gdams gsar pa) বলতে চতুর্দশ শতাব্দীতে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা নামক বিখ্যাত তিব্বয়ী বৌদ্ধ পণ্ডিত দ্বারা প্রতিষ্ঠিত দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়কে বোঝানো হয়।[]

ইতিহাস

সম্পাদনা

একাদশ শতাব্দীতে তিব্বতে অতীশ দীপঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায়ের দ্বারা অনুপ্রাণিত ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা এই ধর্মসম্প্রদায়ের পর্যায়ক্রমিক বোধি লাভ এবং পরম করুণার তত্ত্বকে চতুর্দশ শতাব্দীতে প্রচার করেন। অতীশ দীপঙ্করের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা দ্বারা প্রতিষ্ঠিত দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়কে ব্কা'-গ্দাম্স-গ্সার-পা বা নূতন ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায় হিসেবে অভিহিত করা হয় যেখানে অতীশ দীপঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায়কে ব্কা'-গ্দাম্স-র্ন্যিং-মা (তিব্বতি: བཀའ་གདམས་རྙིང་མওয়াইলি: bka' gdams rnying ma) বা প্রাচীন ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায় ও ব্কা'-গ্দাম্স-গোং-মা (তিব্বতি: བཀའ་གདམས་གོང་མওয়াইলি: bka' gdams gong ma) বা মূল ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায় হিসেবে অভিহিত করা হয়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Das, Sarat Chandra (১৯০২)। A Tibetan—English Dictionary। Calcutta: The Bengal Secretariat Book Depot। পৃষ্ঠা 63–64। 
  2. Powers, John. "Gelukpa Tibetan Buddhism" entry in Melton, J. Gordon, and Martin Baumann. 2002. Religions of the World: A Comprehensive Encyclopedia of Beliefs and Practices. Santa Barbara, Calif: ABC-CLIO. p. 533.
  3. Samuel, Geoffrey. 1993. Civilized Shamans: Buddhism in Tibetan Societies. Washington DC: Smithsonian Institution Press.