বোরলগ পুরস্কার হল একটি স্বীকৃতি বা সম্মাননা বা পুরস্কার। এটি একটি সার কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হয় শুধু মাত্র ভারতীয় বিজ্ঞানীদের বা কৃষিবীদদের। বিশেষ করে যাদের অবদান রয়েছে কৃষিক্ষেত্রে। ১৯৭২ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কারের নামকরণ করা হয়েছে নোবেল বিজয়ী নোরমান ই বোরলগের নামানুসারে। ভারতীয় রুপি অনুসারে এই পুরস্কারের মূল্য পাঁচ লক্ষ টাকা। সাথে থাকে একটি স্বর্ণের স্মারক ও সনদপত্র।[]

নোরমান বোরলগ

নোরমান ই বোরলগের নামে আরো কিছু পুরস্কার আছে যেমন আইএফএ নোরমান বোরলগ পুরস্কার। আরেকটি পুরস্কারের নাম বোরলগ গবেষোণা পুরস্কার।

বাংলাদেশী পুরস্কার বিজয়ী

সম্পাদনা
  • ড. মোহাম্মদ ইউনুস
  • ফজলে হাসান আবেদ
  • সালমা সুলতানা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Borlaug award for two IARI scientists"The Hindu Businessline। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১২