বোয়াব্দিল (গ্রানাডা)

আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বা দ্বাদশ মুহাম্মাদ ছিলেন গ্রানাডার নাসিরী বংশের শেষ শাসক। তার প্রকৃত নাম ছিল আবু আব্দুল্লাহ মহাম্মদ বা দ্বাদশ মোহাম্মদ। তবে ইউরোপের ইতিহাসে তিনি কেবল আবু আব্দিল্লাহ বা বোয়াবদিল নামে পরিচিত। নাসিরী বংশের ২২ তম ও সর্বশেষ শাসক ছিলেন বোয়াবদিল।দ্বাদশ মুহাম্মদের পিতা ছিলেন আবুল হাসান আলিকাস্তিলের রাণী ইসাবেলা ও আরাগনের রাজা ফার্ডিন্যান্ডের ষড়যন্ত্রে বশীভূত হয়ে ১৪৮২ সালে নিজের পিতাকে ক্ষমতাচ্যুত করে তিনি সিংহাসনে বসেন। তাই তাকে আন্দালুসের বিশ্বাসঘাতকও বলা হয়। সবশেষে ক্ষমতার প্রশ্নে রাণী ইসাবেলা ও রাজা ফার্ডিন্যান্ডের সাথে দ্বন্দ্ব চরম পর্যায় অতিক্রম করলে গ্রানাডার যুদ্ধে তিনি পরাজিত এবং মরক্কোর ফেজে নির্বাসিত হন। এর সাথে সাথে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে।

দ্বাদশ মোহাম্মদ
দ্বাদশ মোহাম্মদের চিত্র
গ্রানাডার সুলতান
জন্মc. 1460
Alhambra, গ্রানাদা
মৃত্যু1533[]
Fes, Morocco[][]
দাম্পত্য সঙ্গীMorayma
বংশধরAhmed
Aixa (Sor Isabel de গ্রানাদা)
Yusef
পূর্ণ নাম
আবু আবদুল্লাহ মোহাম্মদ ১২তম (Arabic: أبو عبد الله محمد الثاني عشر)
রাজবংশনাসিরি রাজবংশ
পিতাআবুল হাসান আলি
মাতাAixa
ধর্মইসলাম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "نفح الطيب من غصن الاندلس الرطيب" p. 1317. احمد المقري المغربي المالكي الاشعري
  2. Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। পৃষ্ঠা 327। আইএসবিএন 0-226-31962-8