বোকেন এতে

রাজনীতিবিদ

বোকেন এতে (১ মার্চ ১৯২২ – ৮ জানুয়ারি ২০২০) ভারতের অরুণাচল প্রদেশের একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি অরুণাচল প্রদেশ বিধানসভার একজন বিধায়ক ছিলেন।

বোকেন এতে
অরুণাচল প্রদেশ বিধানসভা
কাজের মেয়াদ
১৯৭৮ – ১৯৮০
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীটুম্পাক এতে
সংসদীয় এলাকাআলং দক্ষিণ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২২-০৩-০১)১ মার্চ ১৯২২
মৃত্যু৮ জানুয়ারি ২০২০(2020-01-08) (বয়স ৯৭)

জীবনী সম্পাদনা

বোকেন এতে ১৯২২ সালের ১ মার্চ পশ্চিম সিয়াংয়ের বেনে গ্রামে জন্মগ্রহণ করেন। [১] তিনি ১৯৪৪ সালে এজেন্সি লেবার কর্পসের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন।[২] তিনি এর বিভিন্ন পদে কর্মরত ছিলেন।[৩]

বোকেন এতে ১৯৫০ সালে আসাম ভূমিকম্পে ত্রাণকার্য চালানের জন্য আসাম রাজ্যপালের ভূমিকম্প ত্রাণ তহবিল পদক লাভ করেন।[২] তিনি ১৯৫৮ সালে আসাম রাজ্যপালের শংসাপত্র ও ১৯৭৮ সালে উপরাজ্যপালের শংসাপত্র লাভ করেন।[১] তিনি ১৯৭৮ সালে নির্দল প্রার্থী হিসেবে আলং দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অরুণাচল প্রদেশ বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪]

বোকেন এতে ২০২০ সালের ৮ জানুয়ারি ৯৭ বছর বয়সে প্রয়াত হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ex-MLA Boken Ete passes away"The Assam Tribune। ৯ জানুয়ারি ২০২০। ২১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  2. "Former MLA Boken Ete no more"The Arunachal Times। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  3. "Guv, CM & speaker lead state in mourning ex-MLA Ete's demise"Arunachal Observer। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  4. "Arunachal Pradesh Assembly Election Results in 1978"www.elections.in। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯