বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস

বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস মে মাসের তৃতীয় বৃহস্পতিবার পালিত একটি বার্ষিক সচেতনতা দিবস[১] এই দিবসে অক্ষমতা বা প্রতিবন্ধকতা নিয়ে বাস করা, একশ কোটি বেশি মানুষের জন্য ডিজিটাল অভিগম্যতা নিশ্চিতকরণ ও তা নিয়ে সচেতনতা সৃষ্টির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়।

বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস
পালনকারীবিশ্বব্যাপী
ধরনআন্তর্জাতিক
তাৎপর্যঅভিগম্যতা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা
তারিখমের তৃতীয় বৃহস্পতিবার
শুরু হয়েছেজো ডেভন, জেনিসন আসুনসিওন

২০১৮ সালে, দিবসটি নিয়ে বেশ কয়েকটি ভার্চুয়াল ইভেন্ট ছাড়াও, ছয়টি মহাদেশের কমপক্ষে উনিশটি দেশে জনসাধারণের জন্য উন্মুক্ত ইভেন্ট আয়োজন করা হয়।[২]

বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস ওয়েবসাইটের মতে, "বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবসের উদ্দেশ্য হল ডিজিটাল অভিগম্যতা/অন্তর্ভুক্তি সম্পর্কে এবং বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে কথা বলা, চিন্তা করা এবং শেখা"।[৩]

আয়োজন

সম্পাদনা

২০১২ সাল থেকে জোসেফ ও'কনরের নেতৃত্বে লস এঞ্জেলেস অভিগম্যতা ও অন্তর্ভুক্তিমূলক নকশা দল এই দিবসের জন্য ইভেন্টের আয়োজন করছে। মিনেসোটা আইটি সার্ভিসেস তাদের কর্মীদের মাউস ব্যবহার না করে ১৫ মিনিটের জন্য তাদের কাজ সম্পাদন করতে উত্সাহিত করে। ২০১৫ সালে, দিবসটি উদ্‌যাপনের জন্য, ওপেনকনসেপ্ট কনসাল্টিং অটোয়াতে একটি একদিনের সম্মেলনের আয়োজন করে। ২০২২ সালে দিবসটি প্রথমবারের মতো বাংলাদেশে পালন করা হয়।[৪]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "About"বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২ 
  2. আসুনসিয়ন, জেনিসন। "2018 Events"globalaccessibilityawarenessday.org (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৮ 
  3. আসুনসিয়ন, জেনিসন। "Global Accessibility Awareness Day"বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৮ 
  4. প্রতিবেদক, নিজস্ব। "ওয়েবসাইটে অভিগম্যতা নিশ্চিত করায় বৈশ্বিক সম্মাননা পেল এটু্আইসহ তিন প্রতিষ্ঠান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২