বে অব বেঙ্গল (ব্যান্ড)
বাংলাদেশী এক্সপেরিমেন্টাল রক/মেটাল ব্যান্ড
বে অব বেঙ্গল বাংলাদেশী এক্সপেরিমেন্টাল রক/মেটাল ব্যান্ড। ২০১০ সালে চট্টগ্রামে এটি গঠিত হয়।[১] তাদের প্রথম অ্যালবাম "নীরব দুর্ভিক্ষ" ২০১৬ সালে মুক্তি পায়।[২][৩]
বে অব বেঙ্গল | |
---|---|
উদ্ভব | চট্টগ্রাম, বাংলাদেশ |
ধরন | |
কার্যকাল | ২০১০-বর্তমান |
লেবেল |
|
সদস্য |
|
ইতিহাস
সম্পাদনাব্যান্ডটি ২০১০ সালের ২৬ ডিসেম্বরে গঠিত হয়। তাদের প্রথম অ্যালবাম "নীরব দুর্ভিক্ষ" ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি মুক্তি পায়। ২০১৫ সাল পর্যন্ত তাড়া ১৭ টি গান নিয়ে কাজ করেছিল, যেখান থেকে ১০ টি গান প্রথম অ্যালবামের জন্য নির্বাচিত করা হয়।[২]
সদস্যরা
সম্পাদনাঅ্যালবাম
সম্পাদনানীরব দুর্ভিক্ষ (২০১৬)
সম্পাদনানং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "আলিঙ্গন" | ২:০৯ |
২. | "নীরব দুর্ভিক্ষ" | ৫:১২ |
৩. | "যে শহরে আমি নেই" | ৫:০৫ |
৪. | "মৃত্যুর ভূগোল" | ৪:২৬ |
৫. | "আকাশে" | ৪:৫২ |
৬. | "বিষাদের ভিড়ে" | ৩:১৮ |
৭. | "ওপারে" | ৪:১৬ |
৮. | "মিশে যায় মা" | ৪:৪২ |
৯. | "ভেবে নিও আছি" | ৪:০১ |
১০. | "অভিশপ্ত শৈশব" | ৫:৩৪ |
মোট দৈর্ঘ্য: | ৪৩:৩৫ |
ঘুম (২০১৭)
সম্পাদনানং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "আলিঙ্গন" | ৩:২৯ |
মোট দৈর্ঘ্য: | ৩:২৯ |
জ্যোৎস্নার স্নান (২০১৯)
সম্পাদনানং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "জ্যোৎস্নার স্নান" | ৫:৩৪ |
মোট দৈর্ঘ্য: | ৫:৩৪ |
বিষণ্ণতার গান (২০২০)
সম্পাদনানং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "বিষণ্ণতার গান" | ৩:৪৭ |
মোট দৈর্ঘ্য: | ৩:৪৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যে শহরে বে অব বেঙ্গল আছে"। ১০ মে ২০২০।
- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব। "নীরব দুর্ভিক্ষ ও বে অব বেঙ্গল"। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩০।
- ↑ "Bay Of Bengal's Debut Album Released" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩০।