বেলেঘাটা খাল
বেলেঘাটা খাল বা শিয়ালদাগাং[১] উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ খাল। খালটি প্রধানত সার্কুলার ক্যানেলের অংশ এবং এটি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। প্রবাহের শেষদিকে খালটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। খালটির প্রধান অংশ সার্কুলার ক্যানেল চিৎপুর লকগেটের কাছে হুগলি নদী থেকে উৎপন্ন হয়েছে, এরপর এটি পূর্বে কিছুটা অগ্রসর হয়ে কলকাতা রেলওয়ে স্টেশনের কাছে দুই ভাগে বিভক্ত হয়েছে, একটি ধারা কেষ্টপুর খাল নাম নিয়ে পূর্বে প্রবাহিত হয়েছে, অপরটি বেলেঘাটা খাল নাম নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এরপর এটি গৌরীবাড়ি, বাগমারি, গড়পার, নারকেলডাঙা, চুনাপট্টি হয়ে বেলেঘাটা পৌঁছেছে। এরপর এটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে কুলিয়া, চাউলপট্টি, পাগলাডাঙা হয়ে চিংড়িঘাটা পৌঁছেছে। এখানে খালটি ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে এবং পরে তা কেষ্টপুর খালের সাথে যুক্ত হয়ে বিদ্যাধরী নদীতে পড়েছে।
বেলেঘাটা খাল | |
---|---|
স্থানাঙ্ক | ২২°৩৩′৩৩″ উত্তর ৮৮°২৪′১২″ পূর্ব / ২২.৫৫৯১৭° উত্তর ৮৮.৪০৩৩৪° পূর্ব |
বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ৮.৯ মাইল (১৪.৩ কিমি) (originally ৯ মা অথবা ১৪ কিমি) |
লক | ২টি |
ইতিহাস | |
নির্মাণ শুরু | ১৮০৯ |
নির্মাণ শেষ | ১৮১০ |
ভূগোল | |
শুরু হওয়ার স্থান | চিৎপুর লকগেট (হুগলি নদী) |
শেষ হওয়ার স্থান | চিংড়িঘাটা |
সমস্যা
সম্পাদনাকলকাতার অন্যান্য খালের মত এই খালও দূষণের শিকার। খালের জল রুদ্ধ হয়ে পরেছে, ফলে খালের পার্শবর্তী অঞ্চল অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। বর্ষায় জল খালকে প্লাবিত করছে। এতে মশা-মাছির প্রাদুর্ভাব ঘটছে প্রতি বছর।[২]
চিত্রশালা
সম্পাদনা-
চাউলপট্টি রোড থেকে বেলেঘাটা খাল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.ebela.in/amp/dead-river-gets-life-back-in-just-70-days-1.623855
- ↑ "আনন্দবাজার পত্রিকা - কলকাতা"। archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে বেলেঘাটা খাল সম্পর্কিত মিডিয়া দেখুন।