বেন ব্র্যাডলি (রাজনীতিবিদ)

ব্রিটিশ রাজনীতিবিদ

বেঞ্জামিন ডেভিড ব্র্যাডলি (জন্ম ১১ ডিসেম্বর ১৯৮৯) একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি ২০১৭ সালের সাধারণ নির্বাচন থেকে নটিংহামশায়ারের ম্যানসফিল্ডের সংসদ সদস্য (এমপি) ছিলেন।

দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

৮ জানুয়ারী ২০১৮-এ, প্রধানমন্ত্রী থেরেসা মে -এর মন্ত্রিসভা রদবদলের সময়, ব্র্যাডলি যুবকদের জন্য কনজারভেটিভ পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।[১] ব্রেক্সিট সংক্রান্ত মে-র কৌশলের প্রতিবাদে তিনি ১০ জুলাই ২০১৮-এ তার ভূমিকা থেকে পদত্যাগ করেন।[২] তিনি ব্লু কলার কনজারভেটিভের চেয়ারম্যানও।[৩]

ব্র্যাডলি মে ২১৫ থেকে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত অ্যাশফিল্ড জেলা কাউন্সিলের কাউন্সিলর ছিলেন। তিনি মে ২০১৭ থেকে নটিংহামশায়ার কাউন্টি কাউন্সিলে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের জুন মাসে হাউস অফ কমন্সে নির্বাচিত হওয়ার পর, ব্র্যাডলি নটিংহামশায়ার কাউন্টি কাউন্সিলর হিসেবে থাকাকালীন অ্যাশফিল্ড কাউন্সিল থেকে পদত্যাগ করতে বেছে নেন। ২০২১ সালের মে মাসে, ব্র্যাডলি কাউন্সিলের নেতা হন।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ben Bradley promoted during reshuffle"Notts TV। ৮ জানুয়ারি ২০১৮। ৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮ 
  2. Walker, Peter; Elgot, Jessica (১০ জুলাই ২০১৮)। "Two Tory party vice-chairs quit over Chequers Brexit plan – as it happened"The Guardian। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ 
  3. "People"Blue Collar Conservatism। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৫ 
  4. Topping, Andrew (২০২১-০৫-১০)। "Conservative Party elects new County Council leader"NottinghamshireLive (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২