বেনগাজি বিশ্ববিদ্যালয়
বেনগাজি বিশ্ববিদ্যালয় (পূর্ব নাম গেরুইনিস বিশ্ববিদ্যালয়) লিবিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বেনগাজি অবস্থিত বিশ্ববিদ্যালয়টি লিবিয়ার উচ্চ শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি ১৯৫৫ সালে লিবিয়া বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়।
প্রাক্তন নামসমূহ | গেরুইনিস বিশ্ববিদ্যালয় |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৫৫ |
শিক্ষার্থী | ৭৯,৯৬৮ (২০১৩-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ]) |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | ৫৩ একর (০.২১ কিমি২) |
ওয়েবসাইট | http://uob.edu.ly/; English |
ইতিহাস
সম্পাদনা১৯৫৫ সালে এটি প্রতিষ্ঠিত হয় লিবিয়া বিশ্ববিদ্যালয় নামে। ১৯৭৩ লিবিয়া ববিশ্ববিদ্যালয় ভেঙ্গে ত্রিপোলী বিশ্ববিদ্যালয় এবং বেনগাজি বিশ্ববিদ্যালয় নামে দুটি বিশ্ববিদ্যালয়ে ভাগ হয়।