বেতাগী পৌরসভা

বরগুনা জেলার একটি পৌরসভা

বেতাগী পৌরসভা বাংলাদেশের বরগুনা জেলার অন্তর্গত বেতাগী উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৯ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। [] এটি একটি ‘‘ক’’ শ্রেনীর পৌরসভা। []

বেতাগী পৌরসভা
স্থানীয় সরকার
প্রাতিষ্ঠানিক লোগো
ইতিহাস
শুরু১৮ মার্চ ১৯৯৯ (1999-03-18)
নতুন অধিবেশন শুরু১৪ ফেব্রুয়ারি ২০১১ (2011-02-14) []
নেতৃত্ব
মেয়র
আলতাফ হোসেন বিশ্বাস [], বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
১৩ জানুয়ারি ২০১১ (2011-01-13)
সভাস্থল
বেতাগী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

সম্পাদনা

১৯৯৯ সালের ১৮ মার্চ বেতাগী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। [] ২৩ মার্চ ১৯৯৯ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বেতাগী পৌরসভার প্রশাসক নিযুক্ত হন ও জেলা পরিষদ ডাকবাংলোয় পৌরসভার অফিস স্থাপন করা হয়। ২৮ জুন ১৯৯৯ বেতাগী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবুল কাশেম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ও ১ নভেম্বর ২০০৪ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে কর্মরত ছিলেন। ৫ অক্টোবর ২০০৪ পৌরসভায় দ্বিতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হয় ও এতে মোঃ শাহজাহান কবির মেয়র নির্বাচিত হন। তিনি ৯ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত কর্মরত ছিলেন। ঐ বছর ফেব্রুয়ারিতে তৃতীয় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় ও এতে আলতাফ হোসেন বিশ্বাস মেয়র হিসেবে নির্বাচিত হন।

প্রশাসনিক অবকাঠামো

সম্পাদনা

বেতাগী পৌরসভার আয়তন ৭.৭২ বর্গ কিলোমিটার। [][] ৯ টি ওয়ার্ড ও ৯টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। [] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বেতাগী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১০নং নির্বাচনী এলাকা বরগুনা-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বেতাগী পৌরসভার মোট জনসংখ্যা ১০,২০৪ জন। এর মধ্যে পুরুষ ৫,১১১ জন এবং মহিলা ৫,০৯৩ জন। মোট পরিবার ২,৫২৬টি।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বেতাগী পৌরসভার সাক্ষরতার হার ৭৬.৪%।[]

চেয়ারম্যান ও মেয়রগণের তালিকা

সম্পাদনা
  • আবুল কাশেম, চেয়ারম্যান (কার্যকাল ২৮ জুন ১৯৯৯ - ১ নভেম্বর ২০০৪) []
  • মোঃ শাহজাহান কবির, মেয়র (কার্যকাল ২ নভেম্বর ২০০৪ - ৯ ফেব্রুয়ারি ২০১১) []
  • আলতাফ হোসেন বিশ্বাস, মেয়র (কার্যকাল ১৪ ফেব্রুয়ারি ২০১১ - ২০১৫)
  • এ বি এম গোলাম কবির, মেয়র ( কার্যকাল ৩০ ডিসেম্বর ২০১৫- আগস্ট ২০২৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বেতাগী পৌরসভা- পৌর পরিষদ বিষয়ক তথ্য"PauraInfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ 
  3. "বেতাগী পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ"PauraInfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. বরগুনা জেলা পরিসংখ্যান ২০১১ (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পৃষ্ঠা ৮৩। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫ 
  6. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯ 
  7. "বেতাগী পৌরসভা - জনপ্রতিনিধি তথ্য - পূর্বে দায়িত্ব পালনকারী মেয়রগণ"www.paurainfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা