বেচারাম মান্না একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক নেতা, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন নেতা এবং পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে ২২,০০০ ভোটে জয়লাভ করেন। বেচারাম মান্না বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব এবং সংগঠক। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করলে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেই সরকারের কৃষি মন্ত্রকের মন্ত্রী হন।[১] পরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপি দলে যোগদান করলে বেচারাম মান্না সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাকে পরাজিত করেন।

বেচারাম মান্না
শ্রম দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ই মে,২০২১
গভর্নরজগদীপ ধনকর
মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়
পূর্বসূরীমলয় ঘটক
বিধায়ক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ মে ২০২১
পূর্বসূরীরবীন্দ্রনাথ ভট্টাচার্য
সংসদীয় এলাকাসিঙ্গুর
কাজের মেয়াদ
১৩ মে ২০২১ – ২ মে ২০২১
পূর্বসূরীভারতী মুখার্জী
উত্তরসূরীকরবী মান্না
সংসদীয় এলাকাহরিপাল
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীকরবী মান্না

প্রারম্ভিক রাজনৈতিক জীবন সম্পাদনা

প্রথম দিকে বেচারাম মান্না বেশ কয়েকবার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯৩ সালের পঞ্চায়েত নির্বাচনে লড়ে বেচারাম মান্না সিঙ্গুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বেচারাম মান্না পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নির্বাচিত হন।

সিঙ্গুর আন্দোলন পরবর্তী রাজনৈতিক জীবন সম্পাদনা

বেচারাম মান্না অন্যতম প্রথম রাজনৈতক নেতা ছিলেন যাঁরা সিঙ্গুরের টাটা গোষ্ঠীর কারখানা তৈরীর বিরুদ্ধে কথা বলেছিলেন।[২] তিনি সিঙ্গুরের কৃষি জমি রক্ষা সমিতির আহ্বায়ক ছিলেন। [৩] সিঙ্গুরে সফল আন্দোলনের পর বেচারাম মান্না ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে তৃনমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধায়ক নির্বাচিত হন। নির্বাচনে তৃনমূল কংগ্রেস সরকার গঠন করলে ২০১২ থেকে ১৫ পর্যন্ত বেচারাম মান্না সেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

২০২১ সালে তৃণমূল কংগ্রেস আবারও সরকার গঠন করলে বেচারাম মান্না সেই সরকারের শ্রম দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হন এবং সেই সঙ্গে পরবর্তীতে তাকে কৃষি মন্ত্রকের এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বও দেওয়া হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Singur MLA shares dais with Becharam Manna"timesofindia.com। মার্চ ১৪, ২০১৩। সংগ্রহের তারিখ আগস্ট ৬, ২০১৭ 
  2. "Bengal polls: Singur's 'Nano' politics"। NDTV 10 April 2011। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৯ 
  3. "The world of Becharam Manna"The Times of India। ২০০৮-১০-০৩। ২০১২-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৯