বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

১৮৮৭ সালের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ কলকাতায় অবস্থিত ব্যবসায়িক সংস্থাগুলির অন্যতম প্রাচীন সংগঠন। এটি মূলত ব্রিটিশ রাজের আমলে ভারতীয় উদ্যোক্তাদের দ্বারা বাণিজ্য, বাণিজ্য এবং শিল্পের প্রচারের জন্য সংগঠিত হয়েছিল এবং এর ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে নিবিড়ভাবে জড়িত।[১]

প্রতিষ্ঠাতা সদস্যরা, বেশিরভাগ অভিজাত বাঙালি জমিদার এবং উদ্যোক্তা ছিলেন এবং পরে মারোয়াড়ি, বাংলার গুজরাটি উদ্যোক্তারাও এই সমিতিতে যোগ দিয়েছিলেন।[২] ১৮৮৭ সালে প্রথম সভাপতি ছিলেন রায় বুদ্ধি দাস মুকিম বাহাদুর। অন্যান্য উল্লেখযোগ্য সদস্য ও সভাপতিরা হলেন- রাজা শেউ বক্স বাগলা, কাশিম বাজার রাজ পরিবারের মহারাজা মণীন্দ্র চন্দ্র নন্দী, নলিনী রঞ্জন সরকার, অমৃতলাল ওঝা।[৩][৪]

বিএনসিসিআই ভারত বাণিজ্য প্রচার সংস্থার সহযোগিতায় কলকাতায় শিল্প ভারত বাণিজ্য মেলার আয়োজন করে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bengal National Chamber of Commerce & Industry"। ১৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. Ritu Birla (২৪ ডিসেম্বর ২০০৮)। Stages of Capital: Law, Culture, and Market Governance in Late Colonial India। Duke University Press। পৃষ্ঠা 193। আইএসবিএন 0-8223-9247-X 
  3. Bengal National Chamber of Commerce & Industry (১৯৮১)। Report of the Committee for the Year ... with Statement of Accounts and Balance Sheet। The Chamber। পৃষ্ঠা 129–35। 
  4. "BNCCI - past presidents"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. "ITF"। ১৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০