বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
(বেঙ্গল গ্রুপ থেকে পুনর্নির্দেশিত)
বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি বৃহত্তম এবং প্রাচীন শিল্প প্রতিষ্ঠান।[১] এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিকের মাধ্যমেই বাংলাদেশ বৃহত্তম প্লাস্টিক শিল্পে প্রবেশ করে।
![]() সংস্থাটির লোগো | |
ধরন | বেসরকারি কোম্পানি |
---|---|
শিল্প | পিন্ডীভূত |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৯ |
প্রতিষ্ঠাতা | মোরশেদ আলম (চেয়ারম্যান) |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | মোরশেদ আলম ও মোঃ জসিম উদ্দিন |
পণ্যসমূহ | প্লাস্টিক, রসায়নিক, সিমেন্ট, ফিড, মিডিয়া, মেলামাইন, হোটেল এবং রিসোর্স, ভোক্তা পণ্য,কনসট্রাকশন এবং ডেভেলপমেন্ট, এলপিজি গ্যাস, গার্মেন্টস, ডাইং, এগ্রো, ব্যাংক, বীমা, ইউটিলিটি |
মালিক | মোরশেদ আলম (চেয়ারম্যান), মোঃ জসিম উদ্দিন (ভাইস চেয়ারম্যান) |
কর্মীসংখ্যা | ৩৪,০০০ |
ওয়েবসাইট | www |
এটি বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠানের অধীনে শিল্পগুলি হচ্ছে প্লাস্টিক, রসায়নিক, সিমেন্ট, ফিড, মিডিয়া, মেলামাইন, হোটেল এবং রিসোর্স, ভোক্তা পণ্য,কনসট্রাকশন এবং ডেভেলপমেন্ট, এলপিজি গ্যাস, গার্মেন্টস, ডাইং, এগ্রো, ব্যাংক, বীমা, ইউটিলিটি ইত্যাদি। এ শিল্পের প্রতিষ্ঠাতা মোরশেদ আলম। পরবর্তীতে তার ভাই মোঃ জসিম উদ্দিন এ গ্রুপে যোগ দেন। উভয়ে বাংলাদেশের বেসরকারি খাতের শিল্পপতি। এ গ্রুপে বর্তমানে ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) কর্মী কাজ করে।
প্রতিষ্ঠান সমূহ
সম্পাদনা- বেঙ্গল প্লাস্টিক লিমিটেড
- বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড
- বেঙ্গল করোগেটেড কার্টন ইন্ড লিমিটেড
- হ্যামিল্টন মেটাল কর্পোরেশন লিমিটেড
- হ্যামিল্টন মল্ড এন্ড ইনঞ্জিনিয়ারিং লিমিটেড
- ডিজাইনার ওয়াশিং এন্ড ডাইং লিমিটেড
- বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- বেঙ্গল ওভারসিজ কর্পোরেশন লিমিটেড
- বেঙ্গল ফিড এন্ড ফিশারিজ লিমিটেড
- বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেড
- বেঙ্গল সিমেন্ট লিমিটেড
- বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড
- বেঙ্গল ফ্লেক্সিপ্যাক লিমিটেড
- রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
- লেক্সাস বিস্কুট লিমিটেড
- ডিজাইনার ফ্যাশন লিমিটেড
- বেঙ্গল এল পি জি লিমিটেড
- ফিউচার ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট লিঃ
- বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড
- বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড
- আরটিভি
- বেঙ্গল মেলামাইন লিমিটেড
- বেঙ্গল এডহেসিভ এন্ড কেমিক্যাল প্রোডাক্টস
- বেঙ্গল রিটেইলস লিমিটেড
- হ্যাপি মার্ট
- বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড
- বেঙ্গল রিনিউয়েবল এনার্জি লিমিটেড
- লিনেক্স ইলেকট্রনিক্স বিডি লিমিটেড
- বেঙ্গল হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড
- পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
- বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স
- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bengal Plastics to spend Tk 50cr on expansion"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-২৩। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৮।
- ↑ "Bengal bank gets final approval"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৮।