বেকি নদী (ভূটানে কুড়িসু নদী নামেও পরিচিত, অসমীয়া: বেকী নদী ) শক্তিশালী ব্রহ্মপুত্র নদের ডানপাশের এক শাখা নদী [১] যা ভুটান থেকে উতসারিত হয় তবে একটি বড় অংশ ভারতের আসামে প্রবাহিত হয়। জাতীয় সড়ক ৩১-য়ের উপরে অবস্থিত সেতুগুলি থেকে নদীটির ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্য দেখা যায়। [২]

ব্যুৎপত্তি সম্পাদনা

বেকি নদীর নামের উতপত্তি বোরো ভাষায় বেঁকি শব্দ থেকে। বোড়ো ভাষায় বেঁখী ( বোড়ো: बेंखी ) মানে বাঁক।

উত্স সম্পাদনা

বেকি নদী হিমালয়ের একটি হিমবাহ থেকে উতসারিত। হিমবাহের অবস্থান ২৬°২০'০০"উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৬'০০ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এরপরে এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভারতের ব্রহ্মপুত্র নদী অববাহিকায় যোগদান করে। অবশেষে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Brahmaputrap; Water Resources Information System of India"। India-WRIS। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭ 
  2. "Beki River (in Bhutaneese: Kurissu river)"। Wikimapia। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭ 
  3. Kalita, Gaurab; Sarma, Pradip (২৩ জানুয়ারি ২০১৫)। "Ichthyofaunal diversity, status and Anthropogenic stress of Beki River, Barpeta, Assam" (পিডিএফ)। International Journal of Fisheries and Aquatic Studies 2015; 2(4): 241–248। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭