বেকাস (চলচ্চিত্র)

কারজান কাদেরের ২০১২-এর চলচ্চিত্র

বেকাস একটি কুর্দি চলচ্চিত্র যা কারজান কাদেরের রচনা ও পরিচালনায় ২০১২ সালে মুক্তি পেয়েছে। [] .[] চলচ্চিত্রটি ডানা ও জানা নামের দুই ভাই যারা মাইকেল জ্যাকসন নামে গাধায় করে আমেরিকাতে যাত্রা করেছে সুপার হিরোকে আনতে তাদের মা বাবার হত্যার প্রতিশোধ নিতে।

বেকাস
পরিচালককারজান কাদের
প্রযোজকসান্দারা হারমাস
রচয়িতাকারজান কাদের
শ্রেষ্ঠাংশেজামান্দ ত্বহা, সরোয়ার ফাজিল
সুরকারজুহানা লেহটিনিয়ামি
চিত্রগ্রাহকজোহান হল্মকভিস্ট
সম্পাদকমিশাল লেসকিজিলোস্কি, সেবাস্তিয়ান রিংলার
পরিবেশকগলফ ফিল্ম
মুক্তি
  • ৩০ নভেম্বর ২০১২ (2012-11-30)
স্থিতিকাল৯৭ মিনিট
দেশইরাকি কুর্দিস্তান
ভাষাকুর্দি ভাষা

ডানা ও জানা দুই ভাই যাদের বাবা মা মারা গেছে যুদ্ধে তারা শহরে জুতা পালিশ করে অর্থ আয় করত তারা সুপার হিরো ছবি দেখতে যেয়ে কৃতপক্ষ বাধা দেয় এবং তারিয়ে দেয় তাই তারা ভাবে আমেরিকা হতে সুপার হিরোকে নিয়ে আসতে পারলে সব সমস্যার সামাধান হবে। তাদের আয় করা অর্থ দিয়ে একটি গাধা কিনে তার নাম মাইকেল রাখে সেটি দিয়ে আমেরিকায় যেতে চায়।

প্রর্দশন

সম্পাদনা
  • ডুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২০১২) []
  • বেঙ্গালুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৬ ডিসেম্বর ২০১৩। [][]

মনোনায়ন ও পুরস্কার

সম্পাদনা

বেকাস পিপল চয়েস অ্যাওয়ার্ড জিতেছিল এবং ২০১২ দুবাই চলচ্চিত্র উৎসবে মুহর আরব পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bekas"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৩ 
  2. "Rotten Tomatoes"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৩ 
  3. "Dubai International Film Festival 2012"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৩ 
  4. "Kurdish film Bekas to kick off Biffes"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৩ 
  5. Khajane, Muralidhara (২৬ ডিসেম্বর ২০১৩)। "Bangalore film festival launch today"The Hindu। Chennai, India। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৩