বুড়িবালাম নদী

ভারতের নদী

বুড়িবালাম নদী বা বুঢ়াবালাঙ্গ নদী (ବୁଢ଼ାବଳଙ୍ଗ ନଦୀ) (এটি বালাঙ্গ নদীও বলা হয়) ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জবালেশ্বর জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি ঐতিহাসিক নদী।

বুড়িবালাম নদী
বুঢ়াবালাঙ্গ নদী
বুড়িবালাম নদী
স্থানীয় নামବୁଢ଼ାବଳଙ୍ଗ ନଦୀ {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য)
অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
জেলাময়ুরভঞ্জ জেলা, বালেশ্বর জেলা
শহরবারিপদা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎসসিমিলিপাল পাহাড়
 • অবস্থানময়ুরভঞ্জ জেলা
মোহনাবঙ্গোপসাগর
দৈর্ঘ্য১৭৫ কিমি (১০৯ মা)

গতিপ্রকৃতি

সম্পাদনা

বুড্ঢাবালাঙ্গ যার অর্থ পুরানো বালাঙ্গ, এটি সিমিলিপাল পাহাড় থেকে উৎপন্ন হয়ে সিমলিপাল জাতীয় উদ্যানে অবস্থিত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত বরোহিপাণী (ବରେ୍ହଇପାଣି) জলপ্রপাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাঙ্গিরিপোসি থানার করঞ্জিয়াপাল গ্রাম পর্যন্ত উত্তর দিকে প্রবাহিত হয়। এরপরে, এটি উত্তর-পূর্ব দিকে ঘুরে রেলপথ ধরে ঝাঁকাপাহাড়ি গ্রাম পর্যন্ত প্রবাহিত হয়। সেখানে এটি দক্ষিণে গতিপথ পরিবর্তন করে কাতরা নালার সাথে মিলিত হয়ে নদীটি বারিপদা শহরের পাশ দিয়ে যায়। সবশেষে বালেশ্বর জেলার মধ্য দিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।[]

অন্যান্য তথ্য

সম্পাদনা

বুড়িবালাম নদীর দৈর্ঘ প্রায় ১৭৫ কিলোমিটার (১০৯ মা) এবং আয়তন ৪,৮৪০ বর্গকিলোমিটার (১,৮৭০ মা)।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "River System"। Mayurbhanj.in। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২২ 
  2. "Topography"। ২০১০-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।