বীরেন্দ্রচন্দ্র সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এবং অগ্নিযুগের একজন বাঙালি বিপ্লবী ছিলেন। তিনি সিক্রেট সোসাইটির সদস্য ছিলেন। [১] বীরেন্দ্রর জন্ম শিলংয়ে। তাঁর পিতার নাম কৈলাস চন্দ্র সেন এবং আলিপুর বোমা মামলায় গ্রেফতারের সময় তিনি কলেজ ছাত্র ছিলেন। তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ১৯১৪ সালে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এর এক বছর পর ১৯১৫ সালে তিনি মুক্তি পেলেও ৪ বছর অন্তরীণ ছিলেন। ১৯৪২ সালে আবার 'ভারত ছাড়ো' আন্দোলনে গ্রেফতার হয়ে ১০ মাস কারাভোগ করেন। পন্ডিচেরির অরবিন্দ আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হেমচন্দ্র সেন ও শহীদ সুশীল সেন ছিলেন তাঁর ভাই।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?1273
  2. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৮২,৪৮৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬