বীরেন্দ্রনাথ বিশ্বাস

বীরেন্দ্রনাথ বিশ্বাস (১ অক্টোবর, ১৯২৭ ― ২৩ মার্চ, ১৯৯২) একজন বাঙালি শিক্ষক ও খ্যাতনামা রবীন্দ্র গবেষক।

বীরেন্দ্রনাথ বিশ্বাস
জন্ম১ অক্টোবর, ১৯২৭
মৃত্যু২৩ মার্চ, ১৯৯২
আন্দোলনরবীন্দ্র গবেষক

প্রারম্ভিক জীবন সম্পাদনা

বীরেন্দ্রনাথ বিশ্বাসের জন্ম হয়েছিল নদিয়া জেলাতেহট্ট মহকুমার অন্তর্গত শিবপুর গ্রামে। পিতা ছিলেন মালদহ জমিদারের কাছারির নায়েব ব্রজরাজ বিশ্বাস। পিতার কর্মস্থল মালদহ ও অধুনা বাংলাদেশের রাজশাহীতে ছাত্রজীবন কাটে। ১৯৫২ সালে বাংলায় এম.এ ও পরে বি.টি পাশ করে শিক্ষকতার কাজে যোগ দেন নিজের গ্রাম শিবপুরের জনকল্যাণ সংঘ উচ্চ বিদ্যালয়ে। একজন সহ শিক্ষক হিসেবে কাজ করতেন।[১]

রবীন্দ্র গবেষক সম্পাদনা

শিক্ষকতার পাশাপাশি গভীর নিষ্ঠায় রবীন্দ্রনাথের লেখাপত্র নিয়ে গবেষণা করেছেন তিনি। নানা পত্রপত্রিকায় রবীন্দ্রনাথ সম্পর্কিত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৭১ সালে প্রকাশিত হয় তার লেখা আভিধানিক আকর গ্রন্থ রবীন্দ্র শব্দকোষ। ১৯৭২ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট উপাধিতে সম্মানিত করে এই বইটির জন্যে। বইটিতে রবীন্দ্রনাথের প্রচলিত, অপ্রচলিত, নিজস্ব সৃষ্ট শব্দের সমাহার ও ব্যাখ্যা করা হয়েছে।[২]

মৃত্যু সম্পাদনা

বীরেন্দ্রনাথ বিশ্বাস ২৩ মার্চ, ১৯৯২ সালে মারা যান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৩২। আইএসবিএন 81-86806-99-7 
  2. বীরেন্দ্রনাথ বিশ্বাস (১৯৭১)। রবীন্দ্র শব্দকোষ। কলকাতা: ওয়ার্ল্ড প্রেস প্রাইভেট লিমিটেড। পৃষ্ঠা ১, ৫।