বীরাভাল্লি কলেজ অব ল

বীরাভাল্লি কলেজ অব ল একটি বেসরকারি আইন স্কুল, যা ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের পূর্ব গোদাবরী জেলার রাজামুন্দ্রির প্রকাসমনগরের কোটিলিঙ্গালা পেটায় অবস্থিত। [] এই আইন কলেজ ৩ বছরের এলএলবি (অনার্স), পাঁচ বছরের সমন্বিত বিএ, এলএলবি এবং দুই বছর এলএলবি কোর্স করা যায়। এটি বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই), নয়াদিল্লি অনুমোদিত এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই আইন শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Veeravalli College of Law, Rajahmundry, East Godavari - Vidyavision"www.vidyavision.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৬ 
  2. ":: VEERAVALLI COLLEGE OF LAW ::"www.veeravallicollegeoflaw.com। ২০১৯-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৬