বি কে দাস
বাংলাদেশী বিচারপতি ও রাজনীতিবিদ
বি কে দাস বা বিজন কুমার দাস হলো একজন বাংলাদেশী বিচারপতি ও শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীর পদমর্যাদার প্রাক্তন উপদেষ্টা।[১]
বিচারপতি বি কে দাস | |
---|---|
জন্ম | বিজন কুমার দাস ১৯৪৩ |
মৃত্যু | ৮ মার্চ ২০১৫ |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | বিচারক |
শৈশব ও পড়ালেখা
সম্পাদনা১৯৪৩ সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার সিলেটে জন্মগ্রহণ করের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[২]
কর্মজীবন
সম্পাদনাবাংলাদেশ হাই কোর্ট ১২ বছর বিচারক ছিলেন। [৩] এরপরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন।[২]
মৃত্যু
সম্পাদনা৮ মার্চ ২০১৫ মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Rahman, Syedur (২০১০)। Historical Dictionary of Bangladesh (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 329। আইএসবিএন 978-0-8108-7453-4।
- ↑ ক খ "Justice BK Das passes away"। The New Nation (ইংরেজি ভাষায়)। ১৪ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০।
- ↑ ক খ "Justice BK Das passes away"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০।