বিহার প্রান্ত হুল ঝাড়খণ্ড

বিহার প্রান্ত হুল ঝাড়খণ্ড ছিল ভারতের বিহার রাজ্যের একটি ঝাড়খণ্ডী রাজনৈতিক দল । দলটি ঝাড়খণ্ড পার্টির বিভক্তি থেকে উদ্ভূত হয়।[১] এবং ২৮ ডিসেম্বর, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।[২][৩] দলটি সাঁওতাল পরগণার অ-খ্রিস্টান আদিবাসীদের মধ্যে ছিল।[৪] দলটির নামকরণ করা হয়েছিল ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের নামানুসারে, যা সাধারণত 'হুল' নামে পরিচিত।[২]

দলটি ১৯৬৯ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ১৪ জন প্রার্থীকে প্রার্থী করেছিল যাদের একসঙ্গে ৫৬,৫০৬ ভোট (রাজ্যে প্রদত্ত সমস্ত ভোটের ০.৩৮%)। বিহার বিধানসভায় দলের ৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।[৫]

১৯৭২ সালে দলটি দুটি ভাগে বিভক্ত হয়েছিল - প্রগতিশীল হুল ঝাড়খণ্ড পার্টি এবং রাজ্য হুল ঝাড়খণ্ড পার্টি।[৬][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Indian Journal of Politics। Department of Political Science, Aligarh Muslim University। ১৯৮৫। পৃষ্ঠা 134। 
  2. S. Bosu Mullick (২০০৩)। The Jharkhand Movement: Indigenous Peoples' Struggle for Autonomy in India। International Work Group for Indigenous Affairs। পৃষ্ঠা 95। আইএসবিএন 978-87-90730-72-7 
  3. Vijendra Kumar (২০০১)। Rise of Dalit Power in India। ABD Publishers। পৃষ্ঠা 313। আইএসবিএন 9788185771359 
  4. Andrew Wyatt; John Zavos (২৩ নভেম্বর ২০০৪)। Decentring the Indian Nation। Routledge। পৃষ্ঠা 64। আইএসবিএন 978-1-135-76169-1 
  5. Election Commission of India. Bihar 1969
  6. Gautam Kumar Bera (২০০৮)। The Unrest Axle: Ethno-social Movements in Eastern India। Mittal Publications। পৃষ্ঠা 50। আইএসবিএন 978-81-8324-145-8 
  7. Amit Prakash (২০০১)। Jharkhand: Politics of Development and Identity। Orient Blackswan। পৃষ্ঠা 111, 257। আইএসবিএন 978-81-250-1899-5