বিহারিলাল সরকার

বাঙালি লেখক

বিহারিলাল সরকার (জন্ম: ১৮ অক্টোবর, ১৮৫৫ – মৃত্যু: ১৯২১) ছিলেন একজন ভারতীয় বাঙালি সম্পাদক, ঐতিহাসিক ও সাহিত্যিক।

রায় সাহেব

বিহারিলাল সরকার
বিহারিলাল সরকার, তাঁর ‘তিতুমীর’ (১৮৯৭) বইয়ের তৃতীয় সংস্করণে (এপ্রিল ১৯৮৭) ছাপা হওয়া আলোকচিত্রে। প্রকাশক: পুস্তক বিপণি, কলকাতা

জীবনী সম্পাদনা

বিহারীলালের জন্ম হাওড়া জেলার আন্দুলে ১৮৫৫ সালে। তাঁর পিতার নাম উমাচরণ সরকার। কলকাতার জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন অধুনা স্কটিশ চার্চ কলেজে এফ.এ. পর্যন্ত পড়েন। কলিকাতা প্রেসে প্রেস-পরিদর্শকের কাজে নেন। বঙ্গবাসী পত্রিকার সম্পাদকীয় বিভাগে চাকরি নিয়ে ৩০ বছর কাজ করেছেন। অন্ধকূপ হত্যার ঘটনা মিথ্যা প্রমাণ করার জন্য ইংরাজের জয় গ্রন্থটি লেখেন। বিদ্যাসাগরের জীবনীকার হিসাবে তাঁর পরিচিতি হয়।[১] সঙ্গীতবিদ্যারও অনুশীলন করেছিলেন বিহারীলাল সরকার।[২] বঙ্গবাসী পত্রিকা সম্পাদনার জন্য ৩ জুন ১৯১৫ সালে রায়সাহেব উপাধি পান তিনি।[৩]

গ্ৰন্থরাজি সম্পাদনা

  • বিদ্যাসাগর (১৮৯৫, ৪র্থ সংস্করণ ২০১৬)। প্রতীক বসু সম্পা.। নবপত্র প্রকাশন, কলকাতা
  • তিতুমীর (১৮৯৭, ৩য় সংস্করণ ১৯৮৭)। স্বপন বসু সম্পা.। পুস্তক বিপণি, কলকাতা।[৪]
  • শকুন্তলা রহস্য (১৮৯৬)।[৫]
  • মহারাণী স্বর্ণময়ী
  • ভরতপুর যুদ্ধ
  • বঙ্গে বর্গী (পুনঃপ্রকাশ ২০১৫)। বারিদবরণ ঘোষ সম্পা। কারিগর, কলকাতা।[৬][৭]

মৃত্যু সম্পাদনা

১৩২৮ বঙ্গাব্দের ৯ ফাল্গুন (১৯২১ খ্রিষ্টাব্দে) তিনি কাশীতে মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sarkar, Bihari Lal (১৮৯৫)। Bidyasagar বিদ্যাসাগর। Bani Nath Nandi, Kolkata। 
  2. বসু, অঞ্জলি (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান: প্রথম খণ্ড। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩৬০। আইএসবিএন 978-8179551356 
  3. "বিহারিলাল সরকার - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৪ 
  4. সরকার, বিহারিলাল (১৯৮৭)। তিতুমীর। কলকাতা: পুস্তক বিপণি। 
  5. Sarkar, Bihari Lal (১৮৯৬)। Shakuntala Rahasaya শকুন্তলা রহস্য। Bihari Lal Sarkar, Kolkata। 
  6. "Bange Borgi – Biharilal Sarkar – Karigar Publishers"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭ 
  7. "Bange Bargi: Buy Bange Bargi by BIHARILAL SARKAR at Low Price in India"Flipkart.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭