বিষয়শ্রেণী আলোচনা:সাহিত্য কর্ম

এটা কি "বাঙালি সাহিত্যিকদের সাহিত্য কর্ম" নাকী যেকোন ভাষার লেখকের সাহিত্য কর্মের ক্যাটেগরি? এর প্যারেন্ট ক্যাটেগরি হল বাংলা সাহিত্য, তা দেখে প্রথম ধারণাটাই ঠিক মনে হচ্ছে। সেই ক্ষেত্রে বাঙালি সাহিত্যিকদের বা বাংলা সাহিত্যের এই জাতীয় কিছু ক্যাটেগরির নামের মধ্যে থাকা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৩৮, ২৬ জুলাই ২০০৬ (UTC)

যে কোন ভাষারই হওয়া উচিত আমি categorized করার সময় ভুলে শুধু সাহিত্য কর্ম দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত চারটি নিবন্ধ যোগ হয়েছে যার সবগুলো বাংলায়। সেগুলোকে categoy:বাংলা ভাষায় সাহিত্য কর্ম করে সাহিত্য কর্মের child category করে দেই। আপনার কি মত।রাজিবুল ০৪:৫১, ২৬ জুলাই ২০০৬ (UTC)
হ্যাঁ সেটাই ভালো হবে।করে ফেলুন।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৪:৫৫, ২৬ জুলাই ২০০৬ (UTC)
sure, go ahead.. Always better to fix it at the start before we have a lot articles tagged with this cat, and re-categorizing becomes a big timeconsuming task. I'm too lazy to write a recategorization bot., but someday, it may become necessary.--রাগিব (আলাপ | অবদান) ০৪:৫৭, ২৬ জুলাই ২০০৬ (UTC)
নাম বিভ্রান্তি(!) কি দেব আপনারা বলুন। বাঙালি সাহিত্যকদের নাকি বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যের? প্রথমটাই মনে হয় ঠিক আছে কারণ ইংরেজীতে বাঙালি সাহিত্যিকদের লেখা বিবেচনা করতে হবে। রাজিবুল ০৫:০৩, ২৬ জুলাই ২০০৬ (UTC)
"সাহিত্য কর্ম" পাতায় ফেরত যান।