বিশ্ব স্বাস্থ্য দিবস
৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল।[১] প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।[২]
বিশ্ব স্বাস্থ্য দিবস 2022 থিমসম্পাদনা
2022 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল “আমাদের গ্রহ, আমাদের স্বাস্থ্য”[৩]। এই বছরের থিমটি মানুষ এবং গ্রহকে সুস্থ রাখা এবং সুস্থতার উপর দৃষ্টি নিবদ্ধ একটি সমাজ গঠনের জন্য একটি আন্দোলনকে উত্সাহিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতি বছর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরিবেশগত কারণে 13 বিলিয়নেরও বেশি মৃত্যু ঘটে। এটি জলবায়ু সংকট নিয়ে গঠিত, যা মানবতার মুখোমুখি স্বাস্থ্যের জন্য একক বৃহত্তম হুমকি। তাই জলবায়ু সংকটও স্বাস্থ্য সংকট।
সূচনাসম্পাদনা
১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। ১৯৪৬ সালের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের প্রস্তাব দেওয়া হলে তা ১৯৫০ সালে কার্যকর হয়।[৪] অর্থাৎ ৭ এপ্রিল " বিশ্ব স্বাস্থ্য দিবস " বলে নির্ধারিত হয়।[৫]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ জাতিসংঘের পাতা
- ↑ আহমেদ, রিমন। "বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) | The World Health Day"। www.hazabarolo.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।
- ↑ "বিশ্ব স্বাস্থ্য দিবস থিম, স্লোগান, ইতিহাস"। KaliKolom.com। ২০২২-০৪-০৬। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৬।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "শুরু হলো বিশ্ব স্বাস্থ্য দিবস"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।
- ↑ চীন আন্তর্জাতিক বেতার