বিশ্ব শিক্ষক দিবস
আন্তর্জাতিক দিবস
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস | |
---|---|
আতাতুর্ক এক তুর্কি শিশুকে বর্ণমালা শেখাচ্ছেন (ইস্তানবুলে একটি মূর্তি) | |
পালনকারী | শিক্ষক সংগঠন বিশ্বব্যাপী |
তারিখ | ৫ অক্টোবর |
সংঘটন | প্রতি বছর |
সম্পর্কিত | শিক্ষক দিবস |
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।[১][২]
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। [৩] এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ http://unesdoc.unesco.org/images/0016/001604/160495e.pdf
- ↑ "World Teachers' Day - 5 September 2017"। UNESCO (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০৬।
- ↑ "World Teachers Day 2018 - National Awareness Days Events Calendar 2018 & 2019"। National Awareness Days Events Calendar 2018 & 2019 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১১।