বিশ্বনাথ মহাবিদ্যালয়

আসামের মহাবিদ্যালয়

বিশ্বনাথ মহাবিদ্যালয় শোণিতপুর জেলার একটি পুরনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান৷ ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি ৫০ বছর পূর্ণ করে। মহাবিদ্যালয়টি মানব সম্পদ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে৷

বিশ্বনাথ মহাবিদ্যালয়
বিশ্বনাথ মহাবিদ্যালয়ের লোগো
স্থাপিত৭ সেপ্টেম্বর, ১৯৬০; ৬৩ বছর আগে (7 September, 1960)
শিক্ষার্থী১৭০৩
অবস্থান,
ওয়েবসাইটwww.biswanathcollege.in

ইতিহাস সম্পাদনা

১৯৬০ সালের ৭ সেপ্টেম্বর বিশ্বনাথ মহাবিদ্যালয় স্থাপন করা হয়৷ বর্তমানে মহাবিদ্যালয়টিতে ১৭০৩ জন ছাত্র-ছাত্রী, ৬৭ জন শিক্ষক এবং ৫২ জন অন্যান্য কর্মচারী রয়েছে৷

শিক্ষা সম্পাদনা

মহাবিদ্যালয়টিতে নিম্নের বিভাগসমূহে শিক্ষা প্রদান করা হয়:

  • উচ্চতর মাধ্যমিক কলা শাখা
  • উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান শাখা
  • স্নাতক কলা শাখা
  • স্নাতক বিজ্ঞান শাখা

মহাবিদ্যালয়ের সুবিধাসমূহ সম্পাদনা

গ্রন্থাগার সম্পাদনা

১৯৬০ সালে প্রতিষ্ঠা হওয়া গ্রন্থাগারটিতে বর্তমানে ২০ হাজারেরো অধিক বইপুস্তক রয়েছে৷

অধ্যক্ষমণ্ডলী সম্পাদনা

  • ড° কমল নারায়ণ দাস (১৭/১১/১৯৬০-২২/১০/১৯৬৩) (প্রতিষ্ঠাপক অধ্যক্ষ)
  • ললিত চন্দ্র বরা (২৩/১০/১৯৬৩-১৫/০১/১৯৬৪)
  • সদানন্দ চলিহা (১৬/০১/১৯৬৪-৩০/০৩/১৯৮৬)
  • ভুবন চন্দ্র চুতিয়া (৩১/০৩/১৯৮৬-১০/০৮/১৯৮৬)
  • মাধব চন্দ্র তালুকদার (০১/০৩/১৯৯৫-৩০/০৯/১৯৯৬)
  • রাজেন্দ্র নাথ বরঠাকুর (০১/১০/১৯৯৬-২৮/০২/১৯৯৭)
  • প্রভাত চন্দ্র গগৈ (০১/০৩/১৯৯৭-৩১/০৫/১৯৯৯) পুনরায় (০১/০৬/১৯৯৯-৩১/০৩/২০০০)
  • পূর্ণ হাজরিকা (০১/০৪/২০০০-৩০/১১/২০০৩)
  • রাজাবালা দাস
  • ড° যতীন বরুয়া
  • মেহতাব উদ্দিন আহমেদ
  • ড° নিত্যানন্দ গগৈ
  • মহেশ শর্ম্মা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা