উইকিপিডিয়া:অধিকারের আবেদন/নিরীক্ষক
নিরীক্ষক
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: প্রক্রিয়াধীন
বটটি যখন কোন নিরীক্ষণ সুরক্ষা যুক্ত নিবন্ধে সম্পাদনা করে তখন এর অবদান অমীমাংসিত হিসেবে প্রদর্শিত হয়। ইন্টারনেট আর্কাইভ বট দীর্ঘদিন ধরে বাংলা সহ বিভিন্ন প্রকল্পে সম্পাদনা করছে এবং এটি খুবই বিশ্বস্ত। বটটি যেহেতু শুধুমাত্র তথ্যসূত্র উদ্ধার নিয়ে কাজ করে তাই আমি এই অ্যাকাউন্টে নিরীক্ষক সুবিধা যোগ করার প্রস্তাব রাখছি, এতে করে এর সম্পাদনাগুলো আর নিরীক্ষা করার প্রয়োজন হবে না। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)