বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

১৫ জুন ২০২১ তারিখে যোগ দিয়েছেন

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী (আলোচনা | অবদান) কর্তৃক ০২:২১, ১৬ জুন ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎২০০১ সালে একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তী লোকশিল্পী শ্রদ্ধেয় বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত "বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী" (একটি লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) প্রতিষ্ঠা সাল ২০১০. প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক "শ্রী বিপ্লব জলদাস" উল্লেখ্য "বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী" ১৯৯৯-সালে লন্ডন, ২০০৪-সালে জার্মানী, ২০১০-সালে আমেরিকা, ২০১৩- সালে দক্ষিন কোরিয়া, এবং পাশ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে ঢোল বাজিয়ে সমাদৃত হয়েছে বিশ্বের বুকে।: নতুন অনুচ্ছেদ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সংগঠনের নাম : বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী (একটি লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) সংগঠনের মূলনীতি : লালনের সৃজনে বাঙালি সংস্কৃতি স্থাপিত ২০১০ খ্রিষ্টাব্দ প্রতিষ্ঠাতা : শ্রী বিপ্লব জলদাস স্থান : বিনয়বাঁশীর বাস্তুভিটা, পূর্ব গোমদন্ডী বোয়ালখালী, পৌরসভা, চট্টগ্রাম, বাংলাদেশ।

২০০১ সালে একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তী লোকশিল্পী শ্রদ্ধেয় বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত "বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী" (একটি লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) প্রতিষ্ঠা সাল ২০১০. প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক "শ্রী বিপ্লব জলদাস" উল্লেখ্য "বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী" ১৯৯৯-সালে লন্ডন, ২০০৪-সালে জার্মানী, ২০১০-সালে আমেরিকা, ২০১৩- সালে দক্ষিন কোরিয়া, এবং পাশ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে ঢোল বাজিয়ে সমাদৃত হয়েছে বিশ্বের বুকে।

২০০১ সালে একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তী লোকশিল্পী শ্রদ্ধেয় বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত "বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী" (একটি লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) প্রতিষ্ঠা সাল ২০১০. প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক "শ্রী বিপ্লব জলদাস" উল্লেখ্য "বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী" ১৯৯৯-সালে লন্ডন, ২০০৪-সালে জার্মানী, ২০১০-সালে আমেরিকা, ২০১৩- সালে দক্ষিন কোরিয়া, এবং পাশ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে ঢোল বাজিয়ে সমাদৃত হয়েছে বিশ্বের বুকে। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী (আলাপ) ০২:২১, ১৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন