শামসুল হক তালুকদার

বাংলাদেশী রাজনীতিবিদ

শামসুল হক তালুকদার ছানু (আনু. ১৯৪৫ - ২৭ সেপ্টেম্বর ২০২০) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবি। তিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

শামসুল হক তালুকদার
টাংগাইল-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআফজ উদ্দিন ফকির
উত্তরসূরীআবদুল মতিন মিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪৫
টাঙ্গাইল
মৃত্যু২৭ সেপ্টেম্বর ২০২০(2020-09-27) (বয়স ৭৪–৭৫)
বিএসএমএমইউ, ঢাকা
রাজনৈতিক দলজাতীয় পার্টি
সন্তানএক ছেলে ও দুই মেয়ে

প্রাথমিক জীবন সম্পাদনা

শামসুল হক তালুকদার আনু. ১৯৪৫ সালে টাঙ্গাইলের ভূঞাপুরে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

শামসুল হক তালুকদার ১৯৮২ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

২০০৮ সালে তিনি পুনরায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। দূর্নীতির অভিযোগে তাকে সেই পদ হতে অব্যহিত দেওয়া হয়েছিল।[২]

মৃত্যু সম্পাদনা

শামসুল হক তালুকদার করোনায় আক্রান্ত হয়ে রোববার ২৭ সেপ্টেম্বর ২০২০ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। [৩][৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of 3rd Parliament Members" (পিডিএফ)Bangladesh Parliament। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  2. "UZ chairman removed on graft charge"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯ 
  3. "করোনায় মারা গেলেন সাবেক এমপি শামসুল হক ছানু"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯ 
  4. "করোনায় মারা গেলেন সাবেক এমপি শামসুল হক ছানু"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯ 
  5. "করোনায় সাবেক সংসদ সদস্য শামসুল হকের মৃত্যু"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯