শক্তি টিভি হচ্ছে শ্রীলঙ্কার একটি তামিল ভাষার টেলিভিশন চ্যানেল। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই চ্যানেলটি ছিলো শ্রীলঙ্কার প্রথম তামিল ভাষার স্যাটেলাইট চ্যানেল। চ্যানেলটি হচ্ছে একটি সাধারণ বিনোদনমূলক চ্যানেল।[১] শ্রীলঙ্কার নিজস্ব অনুষ্ঠান সহ চ্যানেলটি ভারতীয় তামিল ভাষার চ্যানেল সান টিভি এবং স্টার বিজয়ের নাটক প্রচার করে। এছাড়াও চ্যানেলটিতে সংবাদ প্রদর্শিত হয়।[২]

শক্তি টিভি
சக்தி தொலைக்காட்சி
শক্তি টিভির লোগো
উদ্বোধন১৯৯৮ সালের অক্টোবর মাসের ২০ তারিখ
নেটওয়ার্কএমটিভি চ্যানেল
মালিকানাক্যাপিটাল মহারাজা
স্লোগানতামিল পেসুম মাক্কালিন শক্তি
দেশশ্রীলঙ্কা
ভাষাতামিল
প্রচারের স্থানশ্রীলঙ্কা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
টিভি ওয়ান
সিরাসা টিভি
ওয়েবসাইটwww.shakthitv.lk
প্রাপ্তিস্থান
টেরেস্ট্রিয়াল
ইউএইচএফ (বাদুল্লা)৫১
ইউএইচএফ (কলম্বো)২৫
ইউএইচএফ (মাতালে)২৫
ইউএইচএফ (মাতারা)২৫
ইউএইচএফ (নুওয়ারা এলিয়া)৩৪
ইউএইচএফ (রত্নপুর)৫১
ইউএইচএফ (কিলিনোচ্চি)৪৬
কৃত্রিম উপগ্রহ
ডায়লোগ টিভি০৯
ডিশ টিভি২৬০৯
ক্যাবল
আস্ক কেবল ভিশন২৮
আইপিটিভি
পিইও টিভি১১
স্ট্রিমিং মিডিয়া
সরাসরি সম্প্রচার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Shakthi TV"Dialog। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫ 
  2. "M.A. Sumanthiran criticizes Shakthi TV for exposing him"newsfirst.lk। ১২ আগস্ট ২০১৯। 

বহিঃসংযোগ সম্পাদনা