লখনউ মেইল

(লক্ষ্ণৌ মেইল থেকে পুনর্নির্দেশিত)

লখনউ মেইল ট্রেন হলো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়া-আসা কারী একটি রেল পরিসেবা। এই ট্রেনটির বিশেষত্ব হলো এটি ভারতের সর্বোচ্চ বগি সংবলিত ট্রেন যার বগি সংখ্যা ২৬ টি। এটি এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ[১] ট্রেন যার কিনা আইএসও৯০০০ সনদ আছে; যা এটি পেয়েছিল ভোপাল এক্সপ্রেসের পরে।

লখনউ মেইল

বিশাল দেশ এবং নাগরিকদের অর্থনৈতিক অবস্থান বিবেচনায় ভারতে রেল ব্যবস্থা জনগনের যাতায়াতের জন্য একটি প্রয়োজনীয় এবং আবশ্যিক ব্যবস্থা। পুরো ভারত জুড়ে ১৫০,০০০ কিমি ব্যাপী রেল লাইন এই দাবীর পক্ষে যৌক্তিকতা প্রকাশ করে মাত্র। ২০১৪-১৫ অর্থ বছরে পুরো ভারতে সকল ট্রেন মিলে ৮৩৯.৭০ কোটি জনগনকে এক স্থান থেকে অন্য স্থানে পৌছে দিয়েছে। ভারতে ট্রেনের প্রথম প্রচলন শুরু হয় ১৮৫৩ সালে এবং ১৯৫১ সালে পুরো রেলব্যবস্থাকে সরকারিকরণ করা হয় এবং একটি প্রতিষ্ঠানে পরিনত করা হয় যা একত্রে ভারতীয় রেল নামে পরিচিত। একত্রিত হবার পর থেকেই ভারতীয় রেল ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে বড় রেল[২] ব্যবস্থা হিসাবে ধরা হয়। ভারতীয় রেলব্যবস্থা ১৯ টি অঞ্চলে বিভক্ত এবং এখানে ৬৮ টি বিভাগ রয়েছে।

ট্রেনটিতে আছে সিবিসি কাপ্লিং যা কিনা ট্রেন চলার সময় কম ঝাকি উৎপাদন করে যাত্রীদের যাত্রাকে আরামদায়ক করে এবং বগি সমূহ একে অন্যের সহিত খুব শক্তভাবে এঁটে রাখতে সহায়তা করে। ট্রেনটি বিশাল সংখ্যাক যাত্রীকে এটার ভেতরে নিতে সক্ষম। ট্রেনটিতে আছে ভারতের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক এসি বগি যার পরিমাণ ১১ টি (রাজধানী ও শতাব্দী ট্রেন উচ্চ সেবার বাইরে একমাত্র গুজরাত মেইল ট্রেন[৩] নং ১২৯০১/১২৯০২ ব্যতীত যার এসি বগি সংখ্যা ১২)। বিভিন্ন ধরনের বুকিং শ্রেণীর মধ্যে আছে এসি-১, এসি-২, এসি-৩, স্রিপার এবং জেনারেল।

যাত্রা সম্পাদনা

দিল্লি থেকে ট্রেনটি(#১২২৩০) যাত্রা আরম্ভ করে রাত ২২:১০ মিনিটে এবং পরবর্তী সকাল ০৬:৪৫ মিনিটে তা লখনউতে পৌছে যায়। ফিরতি ট্রেনটি লখনউ ছেড়ে যায় ২২:১৫ মিনিটে এবং দিল্লি পৌঁছে যায় সকাল ৭:১০ মিনিটে। লখনউ এক্সপ্রেস[৪] তার ৮ ঘণ্টার যাত্রাতে ৪৯৩ কি মি পথ অতিক্রম করে যে যে স্থান সমূহ স্পর্শ করে সেগুলি হলো লখনউ, হারদৌ, শাহজাহানপুর, বেরিলি, রামপুর, মোরাদাবাদ, হাপুর, গাজিয়াবাদ, নতুন দিল্লি। ট্রেনটি সপ্তাহের ৭ দিনই যাতায়াত করে এবং এই পথে সবচেয়ে জনপ্রিয় ট্রেন হিসাবে সুপরচিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New 02112 Lucknow Mumbai LTT Special Train"। irctcnews.in। ৬ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  2. "INDIAN RAILWAYS RESERVATION ENQUIRY"। gov.in। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  3. "Lucknow Mail Route"। cleartrip.com। ২৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  4. "Express/Superfast Train Names with Details"। indianrail.gov.in। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫