মুসনাদ আবু ইয়ালা

হাদিস গ্রন্থ

মুসনাদ আবু ইয়ালা (আরবী: مسند أبي يعلي ; ইংরেজি: Musnad Abu Ya'la ) একটি ইসলামি গ্রন্থ । মুসলমানদের নবি মুহাম্মদ (দ:) এর বাণী তথা হাদিসের সংকলন ; এটি ইলমে হাদিসের সুপরিচিত একখানি গ্রন্থ । ইমাম আবু ইয়ালা আল-মাওসিলী (২১০ - ৩০৭ হিজরি ) এটি প্রণয়ন করেন ।[১] [২] [৩]

মুসনাদ আবু ইয়ালা
লেখকআবু ইয়ালা আল মাওসুলি
মূল শিরোনামمسند أبي يعلى
ভাষাআরবি
ধরনহাদিস সংকলন

গ্রন্থকারের পূর্ণ নাম সম্পাদনা

এর প্রণেতার পুরো নাম পরিচয় হল শায়খুল ইসলাম আবু ইয়ালা আহমদ ইবনে আলী ইবনুল মুসানা ইবনে ইয়াহিয়া ইবনে ঈসা ইবনে হিলাল আল-তামিমি আল-মোসুলী । তিনি ছিলেন ইমামুল হাফিজ ( হদিসের হাফিজদের ইমাম ) এবং মুহাদ্দিসুল মোসুল ( মোসুলের মুহাদ্দিস ছিলেন তিনি ) ।

বর্ণনার সংখ্যা সম্পাদনা

এতে ৭৫৫৫ টি হাদীস রয়েছে যা লেখক সাহাবীদের নাম থেকে প্রথমে মুসনাদ আল সিদ্দিক, তারপর মুসনাদ ওমর, অতঃপর আলী, তারপর মুসনাদ তালহাহ, তারপরে মুসনাদ আল আশরাত আল-মুবাশিরিন আল-জান্নাহ প্রমুখ ।[৪]

ভাষ্য সম্পাদনা

এই হাদীস সংকলন নিয়ে যারা ভাষ্যগ্রন্থ লিখেছেন তাদের মধ্যে অন্যতম :

  • মুসনাদ আবী ইয়ালা (৩০7 হি) (مسند أبي يليلى الموصلي), সায়িদ বিন মুহাম্মাদ আস-সিনারি (১০ খণ্ড) এর ভাষ্য । প্রকাশিত: দারুল হাদীস ।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Musnad Abu Yala al-Mosili"kitaabun.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯ 
  2. Musnad abi ya'laওসিএলসি 927109040 
  3. "Abū Yaʿlā al-Mawṣilī"referenceworks.brillonline.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯ 
  4. مسند ابی يعلى ،مؤلف: ابو يعلى احمد بن علی بن المثُنى بن يحيی بن عيسى بن هلال التميمي، الموصلی :ناشر: دار المأمون للتراث دمشق
  5. "Musnad Abi Ya'la (307H)"www.sifatusafwa.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯