মানবীয় ভূগোল হচ্ছে সমাজ বিজ্ঞানের এমন একটি শাখা যা পৃথিবী, তার অভিবাসীদের বসবাসের স্থান এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে।.[১] একটি জ্ঞানতাত্ত্বিক বিষয় হিসাবে ভূগোল প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল নামক দুটি শাখায় বিভক্ত।

জন স্নোর মূল ম্যাপে ১৮৪৪ সালের লন্ডন মহামারীতে কলেরায় আক্রান্ত গোষ্ঠী দেখানো হয়েছে, যা মানব ভূগোল ব্যবহারের একটি শাস্ত্রীয় ঘটনা।

ইতিহাস সম্পাদনা

ভূগোলে বিষয়ক জ্ঞানের, প্রাকৃতিক এবং মানবীয় - উভয় ধরনেরই, সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Johnston, Ron (২০০০)। "Human Geography"। Johnston, Ron; Gregory, Derek; Pratt, Geraldine; Watts, Michael। The Dictionary of Human Geography। Oxford: Blackwell। পৃষ্ঠা 353–60। 

আরও দেখুন সম্পাদনা

অধিক পঠন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহি:সংযোগ সম্পাদনা