বার্তা (সংবাদপত্র)

বার্তা হলো একটি তেলুগু [১] সংবাদপত্র, যার সদর দফতর হায়দরাবাদেতেলুগুতে বার্তা অর্থ "সংবাদ"।

বার্তা
ধরনব্যক্তিগত
শিল্পমিডিয়া
প্রতিষ্ঠাকাল১ মার্চ ১৯৯৬; ২৮ বছর আগে (1 March 1996)
সদরদপ্তরহায়দ্রাবাদ, ভারত
প্রধান ব্যক্তি
গিরিশ সংঘী, প্রতিষ্ঠাতা
ওয়েবসাইটwww.vaartha.com

ইতিহাস সম্পাদনা

১৯৯৬ সালে [২] প্রথম সম্পাদক এ বি কে প্রসাদ কর্তৃক বার্তা চালু হয়েছিল। করার জন্য পত্রিকাটির দাবি, তারাই তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের প্রথম তেলুগু দৈনিক যারা তথ্য প্রযুক্তি ব্যবহার করেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Vaartha Telugu Epaper"epapersland.com। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০ 
  2. "Vaartha Daily Newspaper"newsepapers.com। ২২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা