পোর্ট আর্থারের যুদ্ধ

পোর্ট আর্থারের যুদ্ধ (জাপানি: 旅順口海戦)[২] ১৯০৪ সালের ৮–৯ ফেব্রুয়ারি সংঘটিত হয় এবং এর মধ্য দিয়ে রুশ-জাপান যুদ্ধ শুরু হয়। মাঞ্চুরিয়ার পোর্ট আর্থারে অবস্থানরত রুশ নৌবহরের ওপর জাপানি নৌবাহিনীর অতর্কিত আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয় এবং পরের দিন সকালে খোলা সাগরে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। ১৯০৪ সালের মে মাস পর্যন্ত পোর্ট আর্থারের আশেপাশে ছোটোখাট সংঘর্ষ চলতে থাকে। এই খণ্ডযুদ্ধটি অমীমাংসিতভাবে শেষ হয়, যদিও শেষ পর্যন্ত রুশ-জাপান যুদ্ধে জাপানই চূড়ান্তভাবে বিজয়ী হয়।

পোর্ট আর্থারের যুদ্ধ
মূল যুদ্ধ: রুশ-জাপান যুদ্ধ

জাপানি প্রিন্ট যেটিতে একটি রুশ জাহাজের ধ্বংস হয়ে যাওয়া দেখানো হয়েছে
তারিখ৮–৯ ফেব্রুয়ারি ১৯০৪
অবস্থান
পোর্ট আর্থারের সন্নিকটে, মাঞ্চুরিয়া
ফলাফল অমীমাংসিত[১]
কৌশলগত জাপানি বিজয়
বিবাদমান পক্ষ
জাপান জাপান রাশিয়া রাশিয়া
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
জাপান তোজো হেইহাচিরো
জাপান দেওয়া শিজেতো
জাপান নোগি মারেসুকে
রাশিয়া অস্কার স্টার্ক
শক্তি
জাপান ৬টি যুদ্ধজাহাজ
৯টি সশস্ত্র ক্রুজার (এসকর্টসহ)
রাশিয়া ৭টি যুদ্ধজাহাজ
৫টি ক্রুজার (এসকর্টসহ)
হতাহত ও ক্ষয়ক্ষতি
জাপান ৯০ সৈন্য নিহত
জাহাজগুলো সামান্য ক্ষতিগ্রস্ত
রাশিয়া ১৫০ সৈন্য নিহত
৭টি জাহাজ ক্ষতিগ্রস্ত

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; f43 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. Sometimes also Ryojunkōgai Kaisen (旅順港外海戦)