ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ

ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ (ইউরোপীয়ান ব্যাংকিং অথরিটি) বা ই.বি.এ. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) এরটি সংস্থা, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। এর কার্যক্রম হল ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থা ও তার দুর্বলতার স্ট্রেস টেস্ট সম্পন্ন করে স্বচ্ছতা বাড়ানো। ইবিএ ১ জানুয়ারি ২০১১ সালে স্থাপিত হয়, যার পূর্ববর্তী নাম ছিল ইউরোপীয় ব্যাংকিং সুপারভাইজার কমিটি (কমিটি অফ ইউরোপিয়ান ব্যাংকিং সুপারভাইজরস)।

ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ (ইউরোপীয়ান ব্যাংকিং অথরিটি)
সংস্থার রূপরেখা
গঠিত১ জানুয়ারি ২০১১ (2011-01-01)
পূর্ববর্তী সংস্থা
  • ইউরোপীয় ব্যাংকিং সুপারভাইজার কমিটি (সি.ই.বি.এস)
যার এখতিয়ারভুক্তইউরোপিয়ান ইউনিয়ন
সদর দপ্তর৪৬ তলা, ১ কানাডা স্কয়ার,
লন্ডন ই.১৪ ৫এ.এ. যুক্তরাজ্য।
কর্মী১৫৬ (২০১৪)[১]
সংস্থা নির্বাহী
  • অ্যাঁন্দ্রে এনরিয়া, চেয়ারপারসন
  • এডাম ফ্রাঙ্কস, কার্যনির্বাহী পরিচালক
মূল নথি
ওয়েবসাইটwww.eba.europa.eu

তথ্যসূত্র সম্পাদনা

  1. "EBA at glance"। European Banking Authority। ৩১ ডিসেম্বর ২০১৪। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬