আমরোহা জেলা

উত্তর প্রদেশের একটি জেলা

আমরোহা জেলা উত্তরাঞ্চলীয় ভারতের উত্তর প্রদেশের ৭৫ জেলার একটি জেলা। আমরোহা শহর এ জেলার সদরদপ্তর। ভারত সরকারের তথ্য মতে, জনসংখ্যা, আর্থ-সামাজিক সূচক এবং মৌলিক সুযোগ-সুবিধার সূচকের ২০০১ সালের আদমশুমারি তথ্যের ভিত্তিতে জেলাটি সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির মধ্যে একটি।[২]

আমরোহা জেলা
উত্তর প্রদেশের জেলা
উত্তর প্রদেশে আমরোহা জেলার অবস্থান
উত্তর প্রদেশে আমরোহা জেলার অবস্থান
দেশভারত
রাজ্যউত্তর প্রদেশ
বিভাগমোরাদাবাদ
সদরদপ্তরআমরোহা
সরকার
 • Lok Sabha constituenciesAmroha
আয়তন
 • মোট২,৩২১ বর্গকিমি (৮৯৬ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
 • মোট১৮,৪০,২২১
 • জনঘনত্ব৭৯০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
 • পৌর এলাকা৫৬%
Demographics
 • Literacy50.21 per cent[১]
সময় অঞ্চলIST (ইউটিসি+05:30)
Average annual precipitation1,120 mm
ওয়েবসাইটhttp://jpnagar.nic.in/

জেলাটি উত্তর দিকে বিজনোর জেলা, পূর্ব ও দক্ষিণ পূর্বে মোরাদাবাদ জেলা, দক্ষিণে বাদাউন জেলা, পশ্চিমে গঙ্গা নদীর তীর, যার ওপারে বুলান্দশহর, হাপুর এবং মীরাট জেলা অবস্থিত। রাজ্য মহাসড়ক ৭২ ও ৭৩ আমরোহা শহরের মধ্য দিয়ে গেছে এবং জেলার প্রধান রুট হিসাবে কাজ করে।

ইতিহাস সম্পাদনা

১৩০৫ সালের ২০ ডিসেম্বর মঙ্গোল এবং আলাউদ্দিন খিলজির মধ্যে আমরোহার যুদ্ধ সংঘটিত হয়েছিল। আলাউদ্দিন যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। পরবর্তীকালে, বর্তমান জেলার দখল করা অঞ্চলটি মোগল সাম্রাজ্যের অধীনে দিল্লী সুবাহের সম্ভাল সরকারের অংশ ছিল।

জনজনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের ভারতীয় জনগননা অনুসারে আমরোহা জেলার জনসংখ্যা ছিল ১,৮৩৮,৭৭১ জন, যা কসোভো রাষ্ট্রের মোট জনসংখ্যার সমান বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের সমান। যা এটিকে ভারতে ২৫৮তম জনবহুল জেলায় স্থান দিয়েছে (মোট ৬৪০টি জেলার মধ্যে)। জেলাটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৮১৮ জন বসবাস করে (প্রতি বর্গমাইলে ২,১২০ জন)। ২০০১-২০১১ এর দশকে জেলার জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ২২.৬৬%। আমরোহার জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে ৯০৭ জন মহিলা এবং সাক্ষরতার হার ৬৫.৫৭%।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

১. কামাল আমরোহি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, অভিনেতা, পরিচালক, মীনা কুমারীর স্বামী, ২. জৌন এলিয়া, কবি ও কলাম লেখক ৩. মোহাম্মদ শামি, ক্রিকেটার ৪. সৈয়দ সাদেকাইন আহমেদ নকভি, শিল্পী ৫. ডাঃ নাসিম উজ জাফর বাকির, কবি, গীতিকার, ডাক্তার ৬. ইকবাল মেহেদী, শিল্পী ৭. নবাব ওয়াকার উল মুলক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ৮. কে.এ. নিজামী, ইতিহাসবিদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District-specific Literates and Literacy Rates, 2001"। Registrar General, India, Ministry of Home Affairs। সংগ্রহের তারিখ ২০১০-১০-১০ 
  2. "Important Cabinet Decisions"। Lucknow: Information and Public Relations Department। ২৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩