আকামাস (থেসেউসের পুত্র)

গ্রিক পুরাণে, আকামাস ছিল থেসেউসফাইদ্রার পুত্র[১] এবং দেমোফোনের ভাই। সে ট্রয়ের রাজা প্রিয়ামের কন্যা লায়োদিকেকে বিয়ে করে। তাদের মুনিতুস নামে একটি পুত্র ছিল।

এক্সেকিয়াসের তৈরি নেক আম্ফোরায় আকামাস ও দেমোফোন

পুরাণ সম্পাদনা

আকামাস তার পিতার সিংহাসন চ্যুতির পর ইউবোয়ায় নির্বাসনে কাটান। তিনি ও দিওমেদেসকে ট্রোজান যুদ্ধ শুরুর আগে হেলেনকে ফেরত দেওয়ার জন্য মীমাংসা করতে পাঠানো হয়।[২] ট্রয়ে থাকাকালীন তিনি রাজা প্রিয়ামের কন্যা লায়োদিকেকে বিয়ে করেন এবং তাদের মুনিতুস নামে এক পুত্র সন্তান জন্ম নেয়। ট্রয়ে হেলেনের দাসী হিসেবে অবস্থানরত আকামাসের দাদী এথরা সন্তানটিকে লালনপালন করেন।[৩] মুনিতুস পরবর্তীকালে থ্রেসের অলিনথুসে শিকাররত অবস্থায় সাপের কামড়ে মারা যায়।[২]

তথ্যসূত্র সম্পাদনা