আইভানহো

১৮২০ সালে ওয়াল্টার স্কট রচিত উপন্যাস

আইভানহো (ইংরেজি: Ivanhoe) /ˈvənˌh/ হচ্ছে স্যার ওয়াল্টার স্কট রচিত একটি ইতিহাস ভিত্তিক উপন্যাস এবং তার রচিত অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৮১৯ সালে। মুসলমান ও খ্রিষ্টান দের মধ্যে ক্রুসেড বা ধর্মযুক্ত চলাকালীন সময়ের প্রেক্ষাপটে উপন্যাসটি লিখিত হয়। ইংল্যান্ডের তৎকালীন রাজা সিংহ হৃদয় রিচার্ড ( Richard Lionhearted) ক্রুসেডে গমন করলে তার ভাই রাজপুত্র জন এর ষড়যন্ত্র এবং রিচার্ডের প্রিয়পাত্র নাইট আইভানহো এর বীরত্ব নিয়ে রচিত হয় এই উপন্যাস।

আইভানহো
Ivanhoe
Title page of 1st edition (1820).
লেখকওয়াল্টার স্কট
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধারাবাহিকWaverley Novels
ধরনঐতিহাসিক উপন্যাস, chivalric romance
প্রকাশকA. Constable
প্রকাশনার তারিখ
১৮২০
পৃষ্ঠাসংখ্যা১,০০৪ (৩ খন্ড)
৮২৩.৭
পূর্ববর্তী বইRob Roy 
পরবর্তী বইKenilworth 
এডিনবার্গের স্কট মনুমেন্টে 'আইভানহো'র ভাস্কর্য (ভাস্কর: জন রিন্ড)

তথ্যসূত্র সম্পাদনা