অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯০৮-এর চলচ্চিত্র)

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা হল ১৯০৮ সালে মুক্তিপ্রাপ্ত এবং জে. স্টুয়ার্ট ব্ল্যাকটোনচার্লস কেন্ট পরিচালিত একটি চলচ্চিত্র। এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেন যথাক্রমে মরিস কস্টেলোফ্লোরেন্স লরেন্স। ছবিটি নির্মিত হয়েছিল উইলিয়াম শেকসপিয়র রচিত একই নামের একটি নাটক অবলম্বনে। এটিই প্রথম চলচ্চিত্র যাতে মার্ক অ্যান্টনিমিশরের সপ্তম ক্লিওপেট্রার অভিশপ্ত প্রণয়কাহিনি প্রদর্শিত হয়েছিল।

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা
পরিচালকজে. স্টুয়ার্ট ব্ল্যাকটোন
চার্লস কেন্ট
প্রযোজকজে. স্টুয়ার্ট ব্ল্যাকটোন
রচয়িতাউইলিয়াম শেকসপিয়র
শ্রেষ্ঠাংশেমরিস কস্টেলো
ফ্লোরেন্স লরেন্স
মুক্তি
  • ৩ নভেম্বর ১৯০৮ (1908-11-03)
স্থিতিকাল১ রিল (প্রায় ১০ মিনিট)
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি

কলাকুশলী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা