ফের্মার শেষ উপপাদ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট যোগ করছে: eo:Lasta teoremo de Fermat
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
[[Imageচিত্র:Diophantus-II-8.jpg|right|thumb|350px|''অ্যারিথমেটিকা''র ১৬২১ সালের সংস্করণে সমস্যা ১১.৮। ডানে রয়েছে সেই বিখ্যাত মার্জিন, যেটা ফের্মার প্রমাণটি লিখবার মতো যথেষ্ট বড় ছিল না।]]
[[Imageচিত্র:Wilesproof.jpg|thumb|350px|[[এন্ড্রু উইলস|এন্ড্রু উইলসের]] প্রমাণের একটি পৃষ্ঠা। ফার্মার শেষ উপপাদ্যটি লাল কালিতে চিহ্নিত করা হয়েছে।]]
'''ফের্মার শেষ উপপাদ্য'''টি হলো:
:''যখন n > 2, তখন x<sup>n</sup> + y<sup>n</sup> = z<sup>n</sup> সমীকরণটি জন্য x, y ও z এর তিনটি [[পূর্ণ সংখ্যা|পূর্ণ সাংখ্যিক]] মান পাওয়া যাবে না যা সমীকরণটিকে সিদ্ধ করে।''
১০ নং লাইন:
ফের্মা তার উপপাদ্যের কোন সাধারণ প্রমাণ লিখে রেখে যাননি, তবে ''n''&nbsp;=&nbsp;4 - এ বিশেষ ক্ষেত্রটির জন্যে তার একটি প্রমাণ খুঁজে পাওয়া যায়। (যদিও এ ক্ষেত্রটি ১২২৫ সালে ইতালিয়ান গণিতবিদ [[ফিবোনাচ্চি]] প্রমাণ করেছিলেন।) এর ফলে কেবল বেজোড় [[মৌলিক সংখ্যা]] বিশিষ্ট ঘাতের জন্যে উপপাদ্যটি প্রমাণ করা বাকি থাকে। পরবর্তী দুই শতাব্দীতে (১৬৩৭ - ১৮৪৯) পর্যন্ত কেবল ৩, ৫ এবং ৭ - এ তিনটি মৌলিক সংখ্যার জন্যে উপপাদ্যটির সত্যতা যাচাই করা যায়, তবে [[সোফি জার্মেইন]] ১০০ এর ছোট সব মৌলিক সংখ্যার জন্যে উপপাদ্যটি প্রমাণ করেছিলেন। ১৯ শতকের মাঝামাঝি সময়ে [[আর্নস্ট কুমার]] মৌলিক সংখ্যাত একটি বড়সড় দলের জন্যে উপপাদ্যটি প্রমাণ করেন, যারা [[সাধারণ মৌলিক সংখ্যা]] নামে পরিচিত। কুমারের কাজের ওপর ভিত্তি করে এবং কম্পিউটার বিজ্ঞানের আধুনিক তত্ত্ব ব্যবহার করে গণিতবিদরা চল্লিশ লক্ষের চেয়ে ছোট সব মৌলিক সংখ্যার জন্যে উপপাদ্যের প্রমাণ সম্পন্ন করেন।
 
সকল ''n'' এর জন্যে উপপাদ্যটি প্রমাণ করা সম্ভব হয় বিশ শতাব্দীর শেষপ্রান্তে এসে। ১৯৮৪ সালে [[গেরহার্ড ফে]] [[এলিপটিক কার্ভ|এলিপটিক কার্ভের]] জন্যে [[অনুসমতা তত্ত্ব]] ব্যবহার করে উপপাদ্যটি প্রমাণ করা যেতে পারে বলে মত প্রকাশ করেন। [[কেন রিবেট|কেন রিবেটের]] কাজের ওপর ভিত্তি করে ব্রিটিশ গণিতবিদ [[অ্যান্ড্রু ওয়াইল্‌স]] তার সহকারী [[রিচার্ড টেইলর|রিচার্ড টেইলরের]] সহায়তায় ১৯৯৫ সালে উপপাদ্যটি সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হন। ওয়াইলসের এই তাকে বিপুল পরিমাণ খ্যাতি এনে দেয়।
 
 
{{গণিত-অসম্পূর্ণ}}
 
[[Categoryবিষয়শ্রেণী:সংখ্যাতত্ত্ব]]
[[Category:গাণিতিক তত্ত্ব]]
[[Categoryবিষয়শ্রেণী:গ্যালোয়াগাণিতিক তত্ত্ব]]
[[বিষয়শ্রেণী:গ্যালোয়া তত্ত্ব]]
 
[[ar:مبرهنة فيرما الأخيرة]]