জমির উদ্দিন সরকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.6.4) (রোবট পরিবর্তন করছে: de:Jamiruddan Sircar
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
জমিরুদ্দিন সরকার বাংলাদেশের [[জাতীয় সংসদ|জাতীয় সংসদের]] [[স্পীকার]]। তিনি দুইবার বাংলাদেশের অস্থায়ী [[রাষ্ট্রপতি]] হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি [[বাংলাদেশ জাতীয়তাবাদী দল]] এর হয়ে নির্বাচিত সংসদ সদস্য। তিনি একজন ব্যারিস্টার ।
== পরিচয় ==
জমিরউদ্দিন সরকার [[১৯৩১]] সালের [[ডিসেম্বর ১|১ ডিসেম্বর]] [[পঞ্চগড়]] জেলার তেতুঁলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মৌলভী মুহম্মদ আজিজ বক্স একজন জোতদার ছিলেন। তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে এমএ ও এলএলবি পাশ করেন। পরে [[লন্ডন|লন্ডনের]] [[লিংকনস ইন]] থেকে ব্যারিস্টারি পাশ করে এসে ঢাকা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তিনি এক কন্যা ও দুই পুত্রের জনক।
 
== রাজনীতি ও অন্যান্য ==
এ নিয়ে মোট ৪ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এর আগে তিনি [[১৯৭৯]] সালের দ্বিতীয়, [[১৯৯১]] সালের পঞ্চম ও [[১৯৯৬]] সালের সপ্তম সংসদে নির্বাচিত হয়েছিলেন। বর্তমান [[বিএনপি]] সরকারের আমলে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও বেশ কিছু দিন দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি অধ্যাপক [[একিউএম বদরুদ্দোজা চৌধুরী]] পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক বিএনপি সরকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। [[১৯৮০]]-[[১৯৮১|৮২]] সময়কালে তিনি প্রথমে গৃহায়ণ ও গণপূর্ত এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। [[১৯৯১]]-[[১৯৯৬|৯৬]] সময়কালে তিনি ভূমি, শিক্ষা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ষষ্ঠ সংসদ নির্বাচনের পর গঠিত স্বল্পকালীন বিএনপি সরকারে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
[[১৯৪৫]] সালে ছাত্র থাকা অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। পরে তিনি [[ছাত্র ইউনিয়ন]] ও ন্যাপের সমর্থক ছিলেন। [[১৯৭১]] সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে জমিরউদ্দিন সরকার ছিলেন তাদের একজন। আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় শহীদ রাষ্ট্রপতি [[জিয়াউর রহমান]] [[১৯৭৭]] সাল থেকে [[১৯৮১]] সাল পর্যন্ত তাকে পাঁচবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান। দল গঠনের প্রথম পর্যায়ে জিয়াউর রহমান [[জাগদল]] গঠন করলে তিনি তাতে যোগ দেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল-এর ওয়ার্কিং কমিটির প্রথম সারির সদস্য। পরে [[বিএনপি]] প্রতিষ্ঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য হন। প্রথমবার গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বর্তমান সংসদ ভবনের অসমাপ্ত কাজ শেষ করেন। গত চার দশকে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার [[এশিয়া]], [[ইউরোপ]], [[যুক্তরাষ্ট্র|আমেরিকা]] ও লাতিন আমেরিকার বহ দেশ সফল করেছেন এবং আন্তর্জাতিক বহু আইন সম্মেলন ও সেমিনারে সভাপতিত্ব করেছেন।<ref>http://vote.thp.org/mpelection/?p=7</ref>
 
== সূত্র ==
<references/>
 
১৪ নং লাইন:
{{বাংলাদেশের রাষ্ট্রপতি}}
 
[[categoryবিষয়শ্রেণী:বাংলাদেশের রাষ্ট্রপতি]]
[[Categoryবিষয়শ্রেণী:বাংলাদেশী রাজনীতিবিদ]]
 
[[de:Jamiruddan Sircar]]