সফটওয়্যার মুক্তির জীবনচক্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
→‎বেটা: অনুরোধ
Nasirkhan (আলোচনা | অবদান)
৩৮ নং লাইন:
 
=== রিলিজ ক্যান্ডিডেট ===
'''রিলিজ ক্যান্ডিডেট''' ('''আরসি''') এর মাধ্যমে সফটওয়্যারের এমন সকল সংস্করণগুলোকে বোঝানো হয়ে যাকে যেগুলো ফাইনাল সংস্করণ হওয়ার যোগ্যতা আছে, এমন ফ্যাটাল [[computer bug|বাগসমূহ]] সংশোধনের পর এটি প্রকাশ করা হবে। এই সময় পণ্যটি আরও নির্ভরযোগ্য করার চেষ্ঠা করা হয়। সকল বৈশিষ্ট ডিজাইন, কোড এবং টেস্টিং এর কাজগুলোও প্রায় সম্পন্ন হয়ে যায় এই ধাপে। পরবর্তী এক বা একাধিক বেটা সাইকলের মাধ্যমে বাগ সমূহ খুঁজে বের করা এবং সমাধানের কাজ করা হয়।
 
[[অ্যাপেল ইনকর্পোরেট]] রিলিজ ক্যান্ডিডেটসমূহকে "[[golden master|গোল্ডেন মাস্টার]]" বলে থাকে এবং সর্বশেষ গোল্ডেন মাস্টার সংস্করণটি সাধারনের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে। কিছু গ্রিক অক্ষর, যেমন '''গামা''' এবং '''ডেল্টা''' এর মাধ্যমে এমন সংস্করণগুলোকে নির্দেশ করা হয়ে থাকে যেগুলোর ডেঘলপমেন্টের কাজ প্রায় সম্পন্ন কিন্তু টেস্টিংএর কাজ চলছে। '''ওমেগা''' অথবা '''জেনিথ''' এর মাধ্যমে যে সংস্করণগুল‌কে নির্দেশ করা হয় সেগুলোর টেস্টেং ধাপটিও প্রায় সম্পন্ন এবং প্রায় বাগ-মুক্ত, প্রোডাকশনের উপযোগী সংস্করণ।
 
=== আলফা এবং বেটা প্রযুক্তির মূল ===
== প্রকাশসমূহ ==