দ্য ডোর্‌স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rahin (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Rahin (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
দ্য ডোরস (The Doors) ষাটের দশকের একটি মার্কিন [[রক সংগীত।সংগীত|রক]] ব্যান্ড। ১৯৬৫ সালে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরে ব্যান্ডটির গোড়াপত্তন ঘটে। গায়ক [[জিম মরিসন]], কী-বোর্ডিস্ট রে ম্যানজারেক, গিটারিস্ট রবি ক্রিগার ও ড্রামার জন ডেনসমোর ব্যান্ডটির সদস্য ছিলেন। ব্যান্ডটি রক জগতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এর পেছনে মরিসনের খেয়ালি গীতিকবিতা ও মঞ্চে তাঁর চমকপ্রদ উপস্থাপন ভঙ্গিমার ভূমিকাই মুখ্য ছিলো। ১৯৭১ সালে মরিসনের মৃত্যুর পরে ব্যান্ডটি কিছুদিন একটি ট্রায়ো হিসেবে কাজ করেছিলো। ১৯৭৩ সালে ব্যান্ডটি পুরোপুরি ভেঙে যায়। ভেঙে গেলেও এর জনপ্রিয়তা হ্রাস পায় নি। শুধু যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত ব্যান্ডটির বিক্রিকৃত অ্যালবাম কপির সংখ্যা ৩২'৫ মিলিয়ন। সারা বিশ্বের জন্যে সংখ্যাটি ৯০ মিলিয়ন। ব্যান্ডটির তিনটি স্টুডিও অ্যালবাম, দ্য ডোরস (১৯৬৭), এল এ উম্যান (১৯৭১) ও স্ট্রেঞ্জ ডেইজ (১৯৬৭) রোলিং স্টোনের জরিপে সর্বকালের সেরা ৫০০ অ্যালবামের মধ্যে যথাক্রমে ৪২তম, ৩৬২তম ও ৪০৭তম স্থান পেয়েছে। ১৯৯৩ সালে দ্য ডোরস রক অ্যান্ড রোল হল অফ ফেমে স্থান পায়।
 
==ইতিহাস==
 
জিম মরিসন ও রে ম্যানজারেক ইউসিএলএ ফিল্ম স্কুলে সহপাঠী ছিলেন। ১৯৬৫ সালের জুলাইয়ে লস এঞ্জেলেস শহরের ভেনিস বিচে দু’জনের আলাপচারিতার এক পর্যায়ে মরিসন ম্যানজারেককে জানান তিনি গান লিখছেন। ম্যানজারেক তাঁর গান শুনতে আগ্রহ প্রকাশ করলে মরিসন “মুনলাইট ড্রাইভ” গানটি গেয়ে শোনান। মরিসনের গীতিকবিতা ম্যানজারেককে মুগ্ধ করে এবং তিনি একটি ব্যান্ড গড়ার প্রস্তাব দেন। ওদিকে ড্রামার জন ডেনসমোর ও ম্যানজারেক ধ্যান শেখার ক্লাসের মাধ্যমে পরস্পরকে চিনতেন। অগাস্ট মাসে ডেনসমোর ও গিটারিস্ট রবি ক্রিগার ব্যান্ডে যোগদান করেন।