রবীন্দ্র পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Tagore3.jpg|thumb|350px|[[রবীন্দ্রনাথ ঠাকুর]]]]
'''রবীন্দ্র পুরস্কার''' বা '''রবীন্দ্র স্মৃতি পুরস্কার''' [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরস্কারটি [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] নামাঙ্কিত। ১৯৫০ সালে [[পশ্চিমবঙ্গ সরকার]] এই পুরস্কার প্রবর্তন করে। বর্তমানে [[পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি]] এই পুরস্কার দিয়ে থাকে। ১৯৫০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত এক বা একাধিক লেখককে কোনো একটি বিশেষ গ্রন্থ রচনার স্বীকৃতি স্বরূপ রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। ১৯৮৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে সারা জীবনের অবদানের নিরিখে এই পুরস্কার দেওয়া হয়। ২০০৪ ও ২০০৫ সালে বিশেষ গ্রন্থ রচনার জন্য একাধিক লেখককে এই পুরস্কারে সম্মানিত করা হয়। ২০০৬ থেকে আবার সারা জীবনের অবদানের নিরিখে এই পুরস্কার দেওয়া হচ্ছে।